আজ মাঘ বিনায়ক চতুর্থী, গণেশবন্দনার দিন, এই নিয়ম ভাঙবেন না যেন !
মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়ক চতুর্থী বলা হয়। সরস্বতী পুজোর আগের দিন। প্রতি বছরই এই দিনটিতে গণেশ পুজো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ ভারতে এই পুজো বিশেষ প্রচলিত। অনেকের বিশ্বাস এদিনই দুর্গানন্দন গণেশের জন্ম হয়েছিল। বিশ্বাস করা হয় যে, এই দিনে গৌরীর পুত্র গণেশের পুজো করলে শিক্ষায় উন্নতি হয়। স্থিত বুদ্ধি আসে। কর্মজীবনে শান্তি আসে।
তিথি মেনে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মাঘ বিনায়ক চতুর্থী। এদিন কয়েকটি বাড়িতে ও কিছু মণ্ডপে দুর্গাপুত্র গণেশের পুজো হয়।
আজকের দিনে ভগবান গণেশের পুজোয় চাল নিবেদন করুন। নিবেদনের সময় খেয়াল রাখতে হবে যেন তা ভাঙা না থাকে । চাল একটু ভিজিয়ে নিবেদন করুন। গণপতিকে চাল নিবেদন করলে মানুষের সমস্ত সমস্যা দূর হয় বলে বিশ্বাস।
গণেশের পুজোয় ভুল করেও তুলসি পাতা ব্যবহার করবেন না। কিংবদন্তি অনুসারে, গণেশ তুলসীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এর পরে, ভগবান শ্রী গণেশের পুজোয় তুলসী নিবেদন নিষিদ্ধ বলে বিবেচিত হয়।
ভগবান গণেশকে কেতকী ফুল অর্পণ করবেন না। পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শিব কেতকী ফুল পছন্দ করেন না । এমনটা বিশ্বাস করা হয় যে এই কারণে এমনকি ভগবান গণেশকে কেতকী ফুল নিবেদন করা উচিত নয়
ভগবান গণেশের পুজায় শুকনো ও বাসি ফুল নিবেদন করবেন না। শুকনো ফুল ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এতে পরিবারে দারিদ্র্য আসে। তাই, পুজোর সময়, ভগবান গণেশকে শুধুমাত্র তাজা ফুল অর্পণ করুন
গণেশের পুজোয় সাদা কাপড়, সাদা পবিত্র সুতো এবং সাদা চন্দন নিবেদন করবেন না।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -