Shiv Ratri 2024 : পাপের ফল থেকে মিলবে নিষ্কৃতি, কীভাবে শিবরাত্রির পুজো করলে কাটবে সব সঙ্কট
মাঘমাসস্য শেষে বা প্রথমে ফাল্গুনস্য চ। কৃষ্ণা চতুর্দশী সা তু শিবরাত্রি-চতুর্দশী।।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঘমাসের শেষে বা ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী, তাই শিবরাত্রি। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন।
চতুর্দশী পড়বে ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে । চতুর্দশী তিথির শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে সূর্যোদয় ধরে অর্থাৎ ৮ মার্চ।
বিশ্বাস করা হয়, এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষলাভ হবে। অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে।
প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। মন্ত্র - ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।
তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ।
চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম।
শাস্ত্র অনুসারে, শিবরাত্রির অর্থ হল মহা কল্যাণকারী রাত্রি। শিবের অর্থ কল্যাণ এবং তিথিগুলির মধ্যে চতুর্দশীর অধিপতি শিব। শাস্ত্র অনুসারে, এর গুরুত্ব অপরিসীম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -