Shiv Ratri 2025 : এ বছর শিবরাত্রি কবে ? ব্রতপালনের জন্য কতক্ষণ সময় পাবেন?
শিবের চাহিদা খুব কম। বাঙালির কাছে তিনি ভোলেভালা ভোলেবাবা। কিছুটা উদাসীন। তাই কোনও ভক্ত যদি নিজের অজান্তেও শিবপুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিবভক্ত অসংখ্য। লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রতি বছর। এ বছর মহা শিব রাত্রি কবে পড়েছে জেনে নেওয়া যাক।
সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার প্রহর। প্রতি প্রহর তিন ঘণ্টা করে। শিবরাত্রি ব্রত চার প্রহরে করতে হয়। অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব।
স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব। তাঁর পুজোয় নীলকন্ঠ-ধুতুরা, বেলপাতা লাগে। শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির।
একটি মাটির পাত্র জল বা দুধ দিয়ে পূরণ করুন। এতে কিছু বেল পাতা, ধুতুরা, আকন্দ ফুল, চাল ইত্যাদি রাখুন । তারপর শিব লিঙ্গে অর্পণ করুন। বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন।
এদিন শিব পুরাণ পাঠ করলে ভাল। মহামৃত্যুঞ্জয় বা শিবায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এছাড়াও, মহাশিবরাত্রির সারা রাত জেগে পুজো করা ভাল বলে মনে করা হয়।
এবার ফেব্রুয়ারি মাসের ২৬ ফেব্রুয়ারি, বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৪২ মিনিট থেকে তিথি শুরু হবে। তিথি সমাপন পরের দিন। সকাল ৮ টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -