Maha Shivaratri 2024: দেশজুড়ে আজ শিবশম্ভুর উপাসনার তোড়জোড়, কোথায় কীভাবে পূজিত হন শিব ?
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উদযাপন হয়। আজ ৮ মার্চ শিবচতুর্দশীর লগ্ন শুরু হবে রাত ৯টা ৫৭ থেকে এবং চলবে পরেরদিন ভোর ৬.১৭ পর্যন্ত। দেশ জুড়ে তারই তোড়জোড় চরমে। অমৃতসরে দেখা গেল শিব-ভক্তদের ঢল। শিবের মতই সেজে উঠেছেন তাঁরা। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেঙ্গালুরুতে অনেক শিবমন্দির আছে যার মধ্যে কেম্পফোর্ট শিব মন্দির বা শিবোহম শিব মন্দির অন্যতম বিখ্যাত। আজ শিবরাত্রি উপলক্ষে সেই মন্দিরে সমাগম হয় অসংখ্য ভক্তের। মহিলারা সার বেঁধে শিবের কাছে প্রার্থনা জানান। ছবি- পিটিআই
শিবের পূজার অজস্র বিধি আছে। চার প্রহরে হয় পূজা। এর প্রথম প্রহরেই মূলত দুধ ঢেলে স্নান করানো হয় শিবলিঙ্গকে। দ্বিতীয় প্রহরে স্নান করানো হয় দই দিয়ে। ছবি- পিটিআই
ভারতের অন্যান্য রাজ্যের মত নেপালেও জোরকদমে চলছে শিবরাত্রির প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লগ্ন। নেপালের পশুপতিনাথ মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। ছবি- পিটিআই
শিবরাত্রি উপলক্ষে শিবের উপাসনার সময় বেলপাতা খুবই গুরুত্বপূর্ণ। তিনটি পাতা যুক্ত বেলপাতা অর্পণ করা হয় শিবকে। ছবি- পিটিআই
কলকাতায় ভূ-কৈলাশ মন্দিরেও এই দিনে বহু ভক্তের সমাগম হয়। তাছাড়া ভূতনাথ মন্দিরও শিবরাত্রির উপাসনার আবহে জমজমাট হয়ে ওঠে এদিন। ছবি- পিটিআই
ওড়িশার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির খুবই জাগ্রত বলে মানা হয়। শিবরাত্রির দিনে মন্দির জুড়ে ভক্তের ঢল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উপাসনা। ছবি- পিটিআই
বলা হয় যিনি শিবরাত্রির ব্রত পালন করেন তাঁর উপর যমের কোনও অধিকারই থাকে না। ছবি- পিটিআই
গুজরাতের জয়পুরে মহিলারা শিবপূজায় রত। চার প্রহরে চলছে তাঁদের পূজার রীতি। ছবি- পিটিআই
অসমের গুয়াহাটিতে অজস্র ভক্তের সমাগম শিবরাত্রি উপলক্ষ্যে। লঞ্চে করে সমস্ত ভক্তদের মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -