Shivratri 2024 : আজ শিব ঠাকুরকে কী কী উপাদান দিয়ে স্নান করাবেন? কোন প্রহরে কোন মন্ত্রে পুজো ?
নীলকন্ঠ শিব খুব অল্পেই তুষ্ট। ধুতুরা, বেলপাতা, আকন্দ দিয়ে শিবকে পুজো করতে হয়। শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন, শঙ্কর ভগবান কিন্তু অজান্তে পুজো করলেও সেই পুজোও গ্রহণ করেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএও বলা হয় যিনি শিবচতুর্দশী ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না। তার মুক্তিলাভ ঘটে।
শিবরাত্রির পুজো হয় চার প্রহরে। প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন শিবভক্তরা। একেক প্রহরে একেক নিয়ম।
মনে রাখতে হবে, প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে শিব লিঙ্গকে। বলতে হবে এই মন্ত্র - ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হবে শিবলিঙ্গকে। মন্ত্র বলতে হবে, ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।
তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করানো নিয়ম। এসময় মন্ত্র বলতে হবে, ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ।
চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে। মন্ত্র বলতে হবে, ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম।
সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে। কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। শিবলিঙ্গে অর্পণের আগে ভাল করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন।
পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনও বাসি হয় না। শিবলিঙ্গে ১, ১১ বা ২১ টি বেলপাতা নিবেদন করা শুভ।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভের কোনও ধরনের বিশ্বাস, তথ্যের উপর সম্পাদকীয় কোনও মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -