কাল মহালয়া, এই তিথিতেই কেন করবেন তর্পণ? কেনই বা তিথির নাম মহালয়া ?
মহালয়া তিথি। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। এক অদ্ভুত মাহেন্দ্রক্ষণ। এই তিথির সঙ্গে বাঙালির দুর্গাপুজোর সেন্টিমেন্ট জড়িয়ে ঠিকই, কিন্তু মহালয়া আসলে পূর্বপুরুষদের উদ্দেশ শ্রদ্ধা জানানোর তিথি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহালয়া হয় অমাবস্যা তিথিতে। আর তারপর দিনই প্রতিপদ। অর্থাৎ নবরাত্রির সূচনা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন , কেন এই তিথির নাম মহালয়া ?
মহান পিতৃপক্ষের অবসান ঘটে মহালয়া তিথিতে। তাই এই তিথি মহালয়া। এছাড়া বিশ্বাস করা হয় এই সময় স্বর্গত পিতৃপুরুষরা সূর্যের দিকে এগিয়ে যান।
এছাড়া এই সময়টাতেই সূর্য দক্ষিণ অভিমুখে চলেন। আর স্বর্গত পিতৃপুরুষরা সেই দক্ষিণ দিকেই এগোতে থাকেন সূর্যের একটু পরশ পাওয়ার জন্য , এই ১৫ দিন সময়ে। ন এই সময় বলতে কী বোঝানো হচ্ছে?
এই ১৫ দিন বলতে বোঝানো হচ্ছে ভাদ্র পূর্ণিমার পরদিন প্রতিপদ খেরে পরবর্তী অমাবস্যা তিথি পর্যন্ত সময়টা । এটাই পিতৃপক্ষ।
এই সময়টা পিতৃপুরুষকে তর্পণ করার জন্য খুব ভাল। এদিন স্বর্গত পূর্বপুরুষকে ভোজ্য দান করা হয়। পৃথিবীর ১৪ লোকে যে যেখানে আছে,
তর্পণ এমনই এক শ্রাদ্ধকর্ম, যেখানে সামান্য পরিশ্রম সাধিত কর্মও এর মন্ত্রগুণে অসামান্য হয়ে ওঠে। পিতৃ-মাতৃপুরুষেরা শান্তি পান উত্তরপুরুষের হাত থেকে জল ও খাবার পেয়ে। সেই সঙ্গে শান্তি পান যিনি তর্পণ করছেন তিনিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -