Goddess Lakshmi: বৃহস্পতিবার কী করলে চঞ্চলা হবেন না মা লক্ষ্মী
বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়িমাটি দিয়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি ঢুকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্দিষ্ট ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর মূর্তি, ছবি বা ঘট রেখে পুজো করুন। এতে দেবী সন্তুষ্ট হবেন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
বৃহস্পতিবার নিয়ম নীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করার পর পাঁচালি পড়ুন। এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়।
মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে ঠাকুর ঘরে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন না। এর ফলে রুষ্ট হন দেবী।
মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি কোনও সিংহাসনে রাখুন। সিংহাসনে ঠাকুরকে রাখলে তিনি অত্যন্ত প্রসন্ন হন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
ঠাকুর পুজোর জন্য আলাদা আসন রাখবেন। একই আসনে বসে সবাই পুজো করবেন না।
মা লক্ষ্মীর পুজোর সময় আমরা যে ফুল নিবেদন করি তা প্রতিদিন পরিষ্কার করতে হবে। ঠাকুরের কাছে পচা ফুল যেন না থাকে।(ছবি সৌজন্য-পিটিআই)
মা লক্ষ্মীর পুজোর সময় অতিরিক্ত উগ্র ধূপ ব্যবহার করবেন না। এতে দেবী অসন্তুষ্ট হন। (ছবি সৌজন্য-পিটিআই)
ঠাকুরকে যেখানে রাখবেন সেখানে যাতে সূর্যের আলো প্রবেশ করে তার দিকে খেয়াল রাখবেন।(ছবি সৌজন্য-পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -