Tulsi: পূর্ণিমায় তুলসীর সঙ্গে কী করলে রুষ্ট হন মা লক্ষ্মী, কখনও করবেন না কী
পূর্ণিমার তিথিকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। তাই এই দিন তুলসি গাছের আশেপাশে কোনওরকম নোংরা করতে বারণ করা হয়। এই কাজ করলে আর্থিক অভাব দেখা দেয়।(ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ণিমার দিন ছাড়া সূর্য ও চন্দ্রগ্রহণ এবং একাদশীর দিন তুলসি পাতা ছেঁড়া নিষেধ। এই দিনগুলিতে তুলসি গাছে জলও ঢালবেন না, হাতও লাগাবেন না। মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন। সংসার থেকে অভাব যাবে না।(ছবি সৌজন্য- পিটিআই)
পূর্ণিমাতে তুলসি গাছের পাতা ছেঁড়া বা ডাল যেন ভাঙা না হয়। এতে রুষ্ট হন মা লক্ষ্মী। এই তিথিতে তুলসি গাছের পুজো করতে হয়।
পূর্ণিমা তিথিতে সূর্যাস্তের পর তুলসি গাছে জল ঢালতে নেই। এই কাজ করলে অসন্তুষ্ট হন ভগবান বিষ্ণু।(ছবি সৌজন্য- পিক্সাবে)
তুলসি পাতা নখ দিয়ে ছিঁড়লে জীবন ও সংসারে অশুভ প্রভাব দেখা হয়। কাঁচি বা ছুরির মতো ধারালো কোনও অস্ত্র দিয়েও তুলসি গাছের পাতা বা ডাল কাটবেন না। (ছবি সৌজন্য- পিক্সাবে)
সোম, বুধ ও রবিবার তুলসি গাছের পাতা ছিঁড়বেন না বা গাছে জল দেবেন না। এই নিয়ম না মানলে সব কাজে বাধা আসবে। (ছবি সৌজন্য- পিক্সাবে)
বাড়ির কোনও সদস্যের মৃত্যু হলে শ্রাদ্ধ পর্যন্ত তুলসি পাতা ছেঁড়া এবং গাছে হাত বা জল দেওয়া বারণ। না মানলে বিপদে পড়বেন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সূর্যাস্ত হওয়ার পর তুলসি গাছে হাত বা জল দেওয়া আর পাতা ছেঁড়া নিষিদ্ধ। করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে।(ছবি সৌজন্য-পিটিআই)
সোম এবং বুধবারও তুলসি গাছে হাত দিতে বা পাতা ছিঁড়তে বারণ করেন অনেক জ্যোতিষী। এতে নাকি সংসার ছাড়খার হওয়ার সম্ভাবনা রয়েছে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -