Nil Sasthi 2024 : আজ নীল ষষ্ঠী করছেন? কীভাবে করবেন পুজো? কখন কীভাবে ভাঙবেন উপবাস?
আজ নীলের ব্রত। এদিন সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। ব্রতকথায় বলা আছে, ছেলের মঙ্গলকামনায় মায়েরা এই পুজো করেন। কিন্তু কন্যা-পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকাল থেকেই বাংলার ঘরে ঘরে নীলের উপবাস করছেন মায়েরা। এদিন একাধারে দেবী ষষ্ঠী ও অন্যদিকে দেবাদিদেব মহাদেবের পুজো।
নিয়ম অনুসারে এদিন নির্জলা উপবাস করতে হয়। অনেকের অভিমত, সন্ধে অবধি অপেক্ষআ করা না গেলে দুপুর ১২ টা অবধি অপেক্ষা করে দেবাদিদেবকে জল নিবেদন করে ব্রত উদযাপন করা যায়।
আজ সন্ধেয় যাঁরা নীলপুজো করবেন, তাঁরা সঙ্গে রাখবেন, ৫ টি ফল নিবেদন করার রীতি আছে। যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শশা সহ নানা ফল। আর অবশ্যই বেল পাতা।
শিবকে জল নিবেদন করার আগে খেয়াল রাখতে হবে - প্রথমে নিবেদন করতে হবে বেল পাতা। বেল পাতার চকচকে দিকটি শিবলিঙ্গ ছুঁয়ে থাকবে। সেইসঙ্গে আকন্দ মালা ও ধুতুরা।
শিবলিঙ্গের মাথায় ঢালুন দুধ বা দই মিশ্রিত জল। সঙ্গে মধু মেশানো যেতে পারে। দিতে পারেন ঘৃত। তবে নারকেলের জল অর্পণ করবেন না।
নীলপুজোয় অবশ্যই শিবঠাকুরের কাছে সন্তানের মঙ্গলকামনায় বাতি দিতে হবে। মাটির প্রদীপ দেওয়া শুভ মনে করা হয়। তবে না-পেলে মোমবাতিও দেওয়া যেতে পারে।
আর শিবকে নিবেদন করতে হবে আতপচাল, চন্দন, সুগন্ধি। এদিন যাঁরা সকালে উপবাস ভঙ্গ করবেন, তাঁরা বিকেল অবধি ফলাদি ভক্ষণ করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -