Kali Puja 2023: গতবারকে ছাপিয়ে এবার ৮০ ফুটের প্রতিমা, চমক দিতে প্রস্তুত ব্যারাকপুরের এই কালীপুজো কমিটি
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। এবার কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যান্ডেল থেকে প্রতিমায় তুলির টান...শেষ মুহূর্তের কাজে এখন চরম ব্যস্ত শিল্পীরা।
রাজ্যের প্রাচীন শ্যামাপুজোগুলির মধ্যে রয়েছে ব্যারাকপুরের মণিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাব। তাদের পুজো এবার ৬৫ বছরে পদার্পণ করল।
প্রতিবারের মতো এবারও পুজোয় চমক দিতে তৎপর এই পুজোর উদ্যোক্তারা। এবছর তারা ৮০ ফুটের কালী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিতে চাইছেন। যা সম্ভবত রাজ্যের অন্যতম উঁচু প্রতিমা হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
গত ২৯ অক্টোবর, রবিবার সন্ধেয় খুঁটি পুজো হয় এখানকার পুজোর। মহা সমারোহে শেষ হয় সেই পর্ব।
সেদিন মহিলা ঢাকিরা ঢাক বাজান। উপস্থিত ছিলেন এলাকার মানুষজন। জানান এই পুজো কমিটির সম্পাদক তপোব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন, 'গতবার ৬০ ফুটের প্রতিমা করেছিলাম আমরা। এবার ৮০ ফুটের হচ্ছে। একাজে ব্যবহার করা হচ্ছে ফাইবার শিট ও আয়রন। '
এই পুজো শুরু করেছিলেন তপোব্রতবাবুর বাবা এবং আরও কয়েকজন মিলে। এখনও ধুমধামে কোনও খামতি থাকে না এখানকার পুজোয়। খুঁটিপুজোর দিনেই মিলেছে তার ইঙ্গিত।
এবছরও পুজোর চার দিন থাকছে ভারতের নামী-দামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বিভিন্ন সমাজ-সেবামূলক কাজ, এলাকার বিশিষ্ট এবং সমাজসেবীদের সম্মানজ্ঞাপন এবং নানা খেলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -