Friday Lakshmi Puja : আর্থিক সঙ্কট ঘোচাতে ছোট এলাচের সহজ প্রতিকার! শুক্রবার মা লক্ষ্মী করবেন দু'হাত তুলে আশীর্বাদ
ধনসম্পদের দেবী লক্ষ্মীকে আরাধনার শুভ দিন হল বৃহস্পতি ও শুক্রবার। বাঙালিদের কাছে বৃহস্পতিবারই লক্ষ্মীবার। আর সারা ভারতে শুক্রবার দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার উত্তম দিন হিসেবে দেখা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার কয়েকটি নিয়ম মেনে চললে আর্থিক লাভ আসে। জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আসুন জেনে নিই লক্ষ্মীকে খুশি করতে এই দিনে কী কী কাজ করা উচিত।
মনে করা হয় এদিন পশুদের যত্ন করা ভাল। বিশেষত,এদিন গরুকে রুটি বা সামান্য মাখানো ময়দার তৈরি খাবার খাওয়াতে হবে। এই দিনে গরুর সেবা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
শুক্রবার দুধ ও চাল দিয়ে ক্ষীর তৈরি করে দেবী লক্ষ্মীকে নিবেদন করতে হবে। এর পর সেই প্রসাদ গ্রহণ করুন। এই দিনে শুক্রের বীজ মন্ত্র জপ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
যদি ঘরে টাকা না থাকে বা ইদানীং আর্থিক সংকট তৈরি হয়ে থাকে , তবে শুক্রবার এলাচ দিয়ে একটি প্রতিকার করে দেখতে পারেন।
এর জন্য শুক্রবার সন্ধ্যায় দেবী লক্ষ্মীকে ৫টি ছোট এলাচ নিবেদন করুন। পুজোর পরে এই এলাচগুলি আপনার পার্সে বা নিরাপদে কোথাও রাখুন। এতে করে সম্পদ বৃদ্ধি পায়।
শুক্রবার শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল নিবেদন করুন। তারপর একই স্থানে বসে ভগবান শিবকে স্মরণ করে 'ওম নমঃ শিবায়'মন্ত্র ১০৮ বার জপ করুন।
এই মন্ত্রটি জপের পর দেবী লক্ষ্মীর মন্ত্র ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद। श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः॥ ('ওম শ্রীং হ্রীং কমলে কমলালায়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রীং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ' ) মন্ত্রটি জপ করুন। শুক্রবার এই প্রতিকার করলে মনের ইচ্ছা পূরণ হয়।
বাড়ির পূর্ব ও উত্তর-পূর্ব দিক হল দেবী লক্ষ্মীর পা রাখার জন্য সবচেয়ে শুভ দিক। শুক্রবার সেখানে মা লক্ষ্মীর পা আঁকুন।
অনেকেই জানেন না যে তুলসী, নারায়ণের পাশাপাশি দেবী লক্ষ্মীরও প্রিয় গাছগুলির মধ্যে একটি। তুলসি পাতা নিবেদন মা লক্ষ্মী খুশি হয়ে আশীর্বাদ দিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -