Pandava Nirjala Ekadashi 2024: পাণ্ডব নির্জলা একাদশীতে করুন ভগবান বিষ্ণুর ১০৮ নামের জপ, ঠিক হবে বিগড়ে যাওয়া কাজ
জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের মধ্যে নির্জলা অবস্থায় এই একাদশী পালন করলে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরাণ মতে, এই দিন ব্যাসদেব ভীমকে নির্জলা অবস্থায় উপবাস করার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর ১০৮টি নাম জপ করার পরামর্শ দিয়েছিলেন। এর ফলে তাঁর সমস্ত পাপ নষ্ট হবে বলেও জানিয়ে ছিলেন।(ছবি সৌজন্য-পিটিআই)
ভীমের পাশাপাশি অন্য পাণ্ডবরাও এই একাদশী নিয়মনিষ্ঠভাবে পালন করেন। পাশাপাশি উপোস ভাঙার পর গরিব মানুষ ও যোগ্য ব্রাহ্মণদের দান করতেন। তাতেই তাঁরা সফল হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।(ছবি সৌজন্য-পিক্সাবে)
প্রাচীনকাল থেকেই জ্যৈষ্ঠ মাসেই শুক্লপক্ষের একাদশী নির্জলা অবস্থায় পালন করার রীতি চলে আসছে। নিয়ম মেনে একাদশী পালনের সঙ্গে সঙ্গে যাঁরা ভগবান বিষ্ণুর ১০৮টি নাম শ্রদ্ধা সহকারে জপ করেন তাঁদের বিগড়ে যাওয়া কাজও ঠিক হয়ে যায়। (ছবি সৌজন্য-পিক্সাবে)
পাণ্ডব নির্জলা একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। তারপর স্নান করে পরিষ্কার কাপড় পড়ে আসনে বসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করতে হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
ভগবান বিষ্ণুর মূর্তি যদি থাকে তাহলে তাঁর সামনে ফুল, তুলসী পাতা, জল, মিষ্টি ও ফল নিবেদন করে তাঁকে স্মরণ করতে হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে স্মরণ করতে হবে পাণ্ডব নির্জলা একাদশীর দিন। তারপর করতে হবে ভগবান বিষ্ণুর ১০৮টি নামের জপ। এর ফলে সমস্যার সমাধান হবে খুব সহজে।(ছবি সৌজন্য- পিটিআই)
ভীমসেনী একাদশী নামে খ্যাত এই দিনটিতে বিষ্ণু পুজোর সময় নির্জলা একাদশী ব্রতকথা পাঠ করতে হবে। এটি পাঠ করলেই পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যাবে। ধর্মীয় বিশ্বাস, এই একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ না করলে বছরের বাকি সবকটি একাদশী ব্রতর ফল পাওয়া যায়। (ছবি সৌজন্য- পিটিআই)
সনাতন ধর্ম মতে, ভীম অত্যন্ত ভোজন রসিক ছিলেন। তাই ব্যাসদেবের কাছে বছরে একটা একাদশী করেই সবথেকে ভালো ফল কীভাবে পাবেন সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। তখন তাঁকে নির্জলা অবস্থায় এই একাদশী পালনের পরামর্শ দেন ব্যাসদেব।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -