Puri Rathayatya 2024 : কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি
রথের দিন মানেই জনসমুদ্র পুরী। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়ম মেনে, প্রতিবছর ২২টি সিঁড়ি বা ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়। যাঁকে বলে ‘বৈশি পঁহচা’। গর্ভগৃহ ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে, যা পহন্ডি নামে পরিচিত।
পহন্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথদেবকে। এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন। পুরীর রাজা রথ চলার রাস্তা ঝাঁট দেন সোনার ঝ্যাঁটা দিয়ে।
রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয়। বেজে ওঠে কাঁসর-ঘণ্টা। তারপরেই টান পড়ে রথের রশিতে। পুরাণ মতে, যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামেন এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়।
পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে গুণ্ডিচা মন্দির। কথিত আছে, এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই।
টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকবেন প্রভু জগন্নাথ।
তারপর আবার তাঁরা ফিরে আসবেন পুরীর শ্রীমন্দিরে। পুরীর রথ মানে আবেগ। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।
হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ৭ জুলাই সকাল ৪:২৬ থেকে। ৮ জুলাই সকাল ৪:৫৯ এ শেষ হবে তিথি। এমন পরিস্থিতিতে, উদয় তিথি অনুসারে, জগন্নাথ রথযাত্রা হবে ৭ জুলাই । সব ছবি Shree Jagannatha Temple, Puri @JagannathaDhaam এক্স হ্যান্ডেল থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -