Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Temple Bells Significance : মন্দিরে ঘণ্টা কেন বাজানো হয় ? এমনটা করলে কী হয়
মন্দিরের ঘণ্টার আওয়াজ ঐশ্বরিক উপস্থিতি অনুভব করায়। অদ্ভুত এক শান্তি বোধ করেন ভক্তরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটা দেবতাকে জাগিয়ে তোলার জন্য এবং আস্তিকদের মিনতি শোনার জন্য দেবতাদের আমন্ত্রণ জানানো বলে মনে করা হয়। (ছবি সৌজন্যে : Canva)
মন্দিরের ঘণ্টা তৈরিতে যে ধাতুগুলি ব্যবহার করা হয় তা এর গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (ছবি সৌজন্যে : Canva)
নিকেল, টিন, তামা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজের মতো ধাতু দিয়ে মন্দিরের ঘণ্টা তৈরি করা হয়। (ছবি সৌজন্যে : Canva)
ঘণ্টা বাজলে দেব-দেবীর সামনে উপাসকদের একাগ্রতা বাড়ে। (ছবি সৌজন্যে : Canva)
বিশ্বাস করা হয় যে, ঘণ্টার আওয়াজে তৈরি শব্দ তরঙ্গ মন্দির এলাকা এবং আশপাশের এলাকা থেকে খারাপ শক্তি এবং অশুভ আত্মাকে তাড়িয়ে দেয়। (ছবি সৌজন্যে : Canva)
এর অনুরূপ এটিও মনে করা হয় যে, এই শব্দতরঙ্গগুলি দূষিত উপাদান দূর করে এবং প্রশান্তি এনে একজন ভক্তের আভা ছড়িয়ে দেয়। (ছবি সৌজন্যে : Canva)
মন্দিরের অ্যাধাত্মিক পরিবেশ ঘণ্টার আওয়াজে আরও উজ্জীবিত হয় বলে মনে করা হয়। যা ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। (ছবি সৌজন্যে : Pixabay)
একসঙ্গে ঘণ্টা বাজালে ভক্তদের মধ্যে এক ধরনের সংহতি বোধ আসে। যা সম্প্রীতি এবং ইতিবাচক শক্তি বাড়ায়। (ছবি সৌজন্যে : Pixabay)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -