Sawan Amavasya: শ্রাবণ অমাবস্যায় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে চান? করুন এই কাজ
শ্রাবণ মাসের অমাবস্যায় শিব-শক্তি ও অন্যান্য দেব-দেবীর পুজোর জন্য অত্যন্ত উপযুক্ত দিন। মনে করা হয় এই তিথিতে পুজো ও দেব-দেবীর স্তোত্র পাঠ করলে প্রসন্ন হন পূর্বপুরুষরা।(ছবি সৌজন্য-পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রাবণ অমাবস্যার দিন আশীর্বাদ পাওয়ার জন্য পূর্বপুরুষদের পুজো ও তর্পণ করুন। এতে খুব ভালো ফল পাবেন।(ছবি সৌজন্য-পিক্সাবে)
এবছর শ্রাবণ অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৩ অগাস্ট দুপুর ৩টে ৫০ মিনিটে আর শেষ হবে ৪ অগাস্ট বিকেল ৪ টে ৪২ মিনিটে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
শ্রাবণ অমাবস্যায় অশ্বথ গাছে দুধ অর্পণ করে সাত বার প্রদক্ষিণ করুন। মনে করা এই কাজে প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা।(ছবি সৌজন্য-পিক্সাবে)
শ্রাবণ অমাবস্যার দিন তীর্থস্থানে গিয়ে গঙ্গা বা নর্মদার মতো কোনও পবিত্র নদীতে ভোরবেলা স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিন। দোষ থেকে মুক্তি পাবেন, অমৃতের প্রাপ্তি হবে।(ছবি সৌজন্য-পিটিআই)
এই অমাবস্যা তিথিতে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তারপর ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করে জলাভিষেক করুন। এতে শিব-শক্তির আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে সৌভাগ্য আসে।(ছবি সৌজন্য-পিটিআই)
শ্রাবণ অমাবস্যায় অশ্বথ ও তুলসী গাছের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস, অশ্বথ গাছে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও শিব বসবাস করেন। তাই এই গাছের পুজো করলে পূর্বপুরুষরা খুশি হন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
শ্রাবণ অমাবস্যা হরিয়ালি ও সোমবতী অমাবস্যা হিসেবেও পরিচিত। এই তিথিতে দুধের মতো আটা, কাঁটাযুক্ত ও ফল উৎপাদনকারী গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। তাই এই ধরনের গাছ লাগাবেন না।(ছবি সৌজন্য-পিক্সাবে)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -