Saraswati Puja 2025 : সরস্বতী ও তাঁর বাহন কেন শ্বেতশুভ্র, অথচ কেন এদিন পরতেই হবে হলুদ

শুভ্রবস্ত্রাবৃতা মা সরস্বতী। কেন ? ব্রহ্মার মানসকন্যা সরস্বতী ৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে বই ৷ তাই পঠনপাঠনের সঙ্গে যাঁদের সম্পর্ক সকলেই ব্যস্ত থাকে দেবীর আরাধনায়৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দেবীভাগবত পুরাণ থেকে জানা যায়, পরম কুস্মন্দের প্ৰথম অংশে দেবী সরস্বতীর জন্ম। বিষ্ণুর জিহ্বাগ্র থেকে তাঁর উৎপত্তি । সরস্বতী বাক, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী।

মনে করা হয়, শুভ্রবর্ণ অর্থাৎ সাদা হল ভাল গুণের প্রতীক, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। তাই দেবী পরেন সাদা।
জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস। কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। দুধ ও জল মিশে থাকলেও শুধু দুধটুকু গ্রহণ করতে পারে হাঁস। তাই সংসারের সকলকে হাঁসের মতো হওয়ার বার্তা দিয়েছেন মা।
বসন্ত পঞ্চমীতে সকলেই হলুদ রং পরতে পছন্দ করেন। আসলে সোনালি হলুদ হল পাকা ফসলের রং। ফলের রং। উত্তর ভারতে সরিষার ক্ষেত এই সময় ফুলে ফুলে ভরে যায়।
দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভাল বলে মনে করা হয়। এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে হলুদ রং।
তাই সরস্বতী পুজোয় হলুদ পরার পরামর্শ দেন অনেকেই। সেইসঙ্গে কেউ কেউ শুভ্রবস্ত্রাবৃতা মা সরস্বতীর সঙ্গে রং মিলিয়ে সাদাও পরেন।
এ বছর সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি। ৩ তারিখ অবধি তিথির বিস্তৃতি।তাই এই দুদিনই সময় দেখে পুজো হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -