আজ শ্রাবণের প্রথম সোমবার, তৈরি হচ্ছে শিব ও রবি যোগ, দুর্ভাগ্যের আঁধার কাটবে এই উপায়ে
বাংলা পঞ্জিকা মতে আজ শ্রাবন মাসের প্রথম সোমবার। বিভিন্ন শিবক্ষেত্রে জল নিবেদন করতে লক্ষাধিক ভক্তের ভিড়। আজকের দিনটিতে তৈরি হচ্ছে দুই বিশেষ যোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহাদেব ভক্তের পুজোয় সহজেই সন্তুষ্ট হন। তাঁর পুজোয় বেলপাতা আর শুদ্ধ জলই যথেষ্ট। এমনটা মনে করেন অনেকেই। সোমবার তৈরি হচ্ছে শিবযোগ ও রবিযোগ। যা শিবভক্তদের জন্য বিশেষ তাৎপর্যবহ।
অনেকেই হিন্দু ক্যালেন্ডার অনুসারে শাওন উদযাপন করেন। সেই অনুসারে আজ আবার শাওনের মাসের তৃতীয় সোমবার। আজই রবি ও শিব যোগ তৈরি হচ্ছে । এটি একটি অত্যন্ত শুভ সময় । এই সময়ে পুজো করলে সৌভাগ্য দরজায় কড়া নাড়ে।
জ্যোতিষশাস্ত্র মতে, রবি যোগে উপাসনা করলে জীবনের বাধা দূর হয়। শিব আরাধনায় শুভ ফল মেলে। সোমবার শিবলিঙ্গে বেলপাতা, ধুতুরা, দুধ ও জল অর্পণ করলে সুফল মেলে বলে বিশ্বাস।
অন্যদিকে আজ তৈরি হচ্ছে শিব যোগ। এই সময়ে পুজো করা খুবই উপকারী বলে মনে করা হয়। কোউ বাড়িতে এই যোগে পুজো করলে ইতিবাচক বার্তা আসে। নেতিবাচক শক্তি দূর হয়।
জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্রের এই পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকরা উপকৃত হবেন। বৃষ রাশির জাতক-জাতিকারা এই পরিবর্তনের দ্বারা উপকৃত হবেন। আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে।
কর্কট রাশিদের জন্যও এই যোগ বিশেষ উপকারী । কেউ যদি কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, তবে তার থেকে যথাযথ সুবিধা পাবেন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদেরও ভাগ্য পুরোপুরি সহায় হবে।
সোমবার সকালে স্নান সেরে পুজো করা আবশ্যক। বেলপাতার ব্যবহার করতেই হবে। জল, দুধ, দই দিয়ে রুদ্রাভিষেক করতে পারেন। সোমবার শিবকে নৈবেদ্য সাজিয়ে দিন ঘি ও চিনি দিয়ে। শিবপুজোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক।
বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও শুদ্ধ হয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com কোনো ধরনের স্বীকৃতি, তথ্য নিশ্চিত করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -