Tarakeswar Shiv Puja :এবার শ্রাবণী মেলা ২ মাস, ৮ টি সোমবার করা যাবে জলাভিষেক, দেখুন তারকেশ্বরের ছবি
Tarakeswar Shravan First Monday : এবারে শ্রাবণ মাসে ভক্তরা মোট ৮টা রবিবার ও ৮টা সোমবার পাবেন মহাদেবকে জল নিবেদন করার জন্য।
দেখুন পুণ্যতীর্থ তারকেশ্বরের ছবি
1/10
আজ শ্রাবণের প্রথম সোমবার। দূরদূরান্ত থেকে ভক্তরা হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। এ বছরও তার ব্যতিক্রম নয়।
2/10
প্রতি বছরের মতো এই বছরও এবারেও গুরু পূর্ণিমা থেকে মেলা চলাকালীন ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। জল ঢালতে হচ্ছে চোঙায়।
3/10
গুরু পূর্ণিমা থেকে রাখী পূর্ণিমা অবধি একমাস ধরে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়।
4/10
এবারে শ্রাবণ মাসে দুটি অমবস্যার কারনে শ্রাবণ মাস "মল মাস" বলে উল্লেখ আছে পঞ্জিকায়। তাই রাখী পূর্ণিমা এক মাস পিছিয়ে গিয়েছে , ফলে কার্যত এবারে দু মাস ব্যাপী চলবে শ্রাবণী মেলা। ভক্তরা মোট ৮টা রবিবার ও ৮টা সোমবার পাবেন মহাদেবকে জল নিবেদন করার জন্য।
5/10
বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির। কম - বেশি ৩০ কিলোমিটার রাস্তা বাঁক কাঁধে "ভোলে বাবা পার করেগা" বলতে বলতে হেঁটে চলে লক্ষ লক্ষ ভক্ত।
6/10
বৈদ্যবাটীর নিমাইতীর্থঘাট খুবই পরিচিত, ষোড়শ শতাব্দীতে বিপ্রদাস তাঁর মনসা মঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন। স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন এই ঘাটে, এমনটি জানা যায়। জনশ্রুতি আছে তাঁর আগমনের সময় নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল।
7/10
কথিত আছে শ্রীমা সারদা দেবী জয়রামবাটী অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমাইতীর্থঘাট থেকে নৌকায় উঠতেন। নিমাইতীর্থ ঘাটটি মায়ের পদধূলিতে ধন্য।
8/10
পুরাণ মতে শ্রাবণ মাসের সোমবার শিবের জন্ম । তাই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার লাখ লাখ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। গঙ্গা থেকে তোলা জল ৩০কিলোমিটার হেঁটে গিয়ে 'বাবা'র মাথায় ঢেলে প্রার্থনা জানান ভক্তরা।
9/10
বিশ্বাস যে, জলাভিষেকে সন্তুষ্ট হন তিনি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জল ভর্তি কলসির বাঁক কাঁধে নিয়ে যাত্রা শেষ করলে এবং মহাদেবকে জল অর্পণ করলে দেবাদিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
10/10
শ্রাবণী মেলা উপলক্ষ্যে নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন। রকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। ছবি : সোমনাথ মিত্র
Published at : 24 Jul 2023 02:16 PM (IST)