Durga Puja 2024: পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান ? রইল দেশের সেরা ৮ জায়গা

Travel On Durga Puja 2024: বাংলায় পুজো চলাকালীন রাজ্যের বাইরে ঘুরতে যেতে চান, তাহলে দেখুন একনজরে

পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান ? রইল দেশের সেরা ৮ জায়গা

1/10
বাংলায় পুজো চলাকালীন রাজ্যের বাইরে ঘুরতে যাওয়ার জায়গা হল দিল্লি। দশেরা দেখতে যারা চাইছেন, তাঁদের জন্য উপযুক্ত ঘুরতে যাওয়ার জায়গা।
2/10
দশেরা দেখতে চাইলে আপনি বারাণসীতেও যেতে পারেন। পুরাণ থেকে উঠে আসা অনেক কিছু আপনাকে স্পর্শ করবে। আপনি এখানে রামনগর ফোর্টে যেতে পারেন।
3/10
পুজোয় ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য মনোরম ভ্রমণ স্থান কাশ্মীর। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাঁও প্রতিটি জায়গাই অক্টোবারে যাওয়ার জন্য খুবই সুন্দর।
4/10
উৎসবের এই দিনগুলি বাইরে ঘুরতে গেলে গুজরাতও আপনার মনকে সমৃদ্ধ করবে। সেখানের নানা রিচ্যুয়ালস ছানিয়া ছোলি থেকে গারবা নৃত্য মন ফুরফুরে করে দেবে।
5/10
পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন ছত্তিশগড় থেকে। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ এখানে পাতা যাত্রা, কাঞ্চনগাড়ি, মুরিয়া দরবার উদযাপন করে।
6/10
দশেরা উপভোগ করতে ঘুরে আসতে পারেন কর্ণাটক থেকেও। মাইসোরের রাজকীয় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।
7/10
সাংষ্কৃতিক থেকে সম্পূর্ণ শহর জয়পুর, ঘুরে আসতে পারেন রাজস্থান। পুজোর ছুটি কাটানোর জন্য এটিও উপযুক্ত জায়গা।
8/10
উড়িষ্যায় ঘুরে আসলেও মন ভাল হয়ে যাবে। একটা সময় আঠেরোশো শতাব্দীতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন দুর্গাপুজো হয় কটকে। এখনও অকাল বোধন পালন ,করা হয়।
9/10
তবে যেখানে ঘুরুতে যান না কেন , এই সময় দ্রুত ঋতু বদল হচ্ছে, তাই নিজেদের শরীর বুঝে বাইরে ঘুরচে যান।
10/10
দেশের অনেকে জায়গাতেই এখন পুজো ভালভাবে উৎযাপিত হয়। এই স্বল্প সময়ের ছুটিতে রাজ্যের বাইরে বেরিয়ে আসুন।
Sponsored Links by Taboola