Utqiaġvik Civil Twilight: শনিবার বছরের শেষ সূর্যাস্ত, ২০২৪ সালে ফের সূর্যের দর্শন পাবে এই শহর
শনিবার শেষ বার দেখা মিলবে সূর্যের। তার পর জানুয়ারির শেষে সূর্যোদয়। দু’মাস ব্যাপী নিশাযাপনের প্রস্তুতি নিচ্ছে মেরুবৃত্তে অবস্থিত আলাস্কার উতকিয়াগভিক শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি সপ্তাহের শনিবার এ বছরের শেষ সূর্যাস্ত সেখানে। তার পর টানা ৬৬ দিন সূর্যের দর্শন থেকে বঞ্চিত থাকবে উতকিয়াগভিক শহর।
একসময় আলাস্কার এই শহরের নাম ছিল Barrow. কিন্তু স্থানীয় সংস্কৃতি মেনে, প্রায় একদশক আগে শহরটির নামকরণ হয় উতকিয়াগভিক। বন্য উদ্ভিদের শিকড় সংগ্রহের চল ছিল ওই এলাকায়। সেই থেকেই এই নাম।
তবে সূর্যের দেখা না পাওয়া গেলেও, পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে না উতকিয়াগভিক শহর। বরং গোধূলিবেলার মতো আলো-আঁধারির পরিবেশ থাকবে দিনের বেলায়।
ফেয়ারব্যাঙ্কের ৫০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত উতকিয়াগভিক। বছরের এই সময় পৃথিবী অক্ষ বরাবর কিছুটা হেলে থাকে। যে কারণের দিগন্তে ৬ ডিগ্রি কোণে অবস্থান করে সূর্যও।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ২০২৪ সালের ২৩ জানুয়ারি ফের সূর্যোদয় হবে উতকিয়াগভিকে। ওই দিন দুপুর ১টা বেজে ৯ মিনিটে সূর্যাস্ত হবে। গোটা দিনে মাত্র এক ঘণ্টাই দেখা মিলবে সূর্যের।
বসন্তের শেষ দিকে এই দর্শনের সময়কাল বাড়বে ক্রমশ। গ্রীষ্ম আসতে আসতে ফের মাথার উপর অবস্থান করবে সূর্য, যে সময় ২৪ ঘণ্টা, অর্থাৎ রাতের বেলাতেও সূর্যের দেখা মেলে।
মধ্যরাতের সূর্যের জন্যই পৃথক পরিচিতি রয়েছে আলাস্কার। কিন্তু স্থানীয় বাসিন্দারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। বিশেষ করে এই যে ৬৬ দিন সূর্যের দেখা মিলবে না, অসুস্থ হয়ে পড়েন মানুষজন।
বছরের এই সময় সুস্থ থাকতে তাই বিভিন্ন পন্থা অবলম্বন করেন এলাকার মানুষজন। ভিটামিন ডি এবং লাইট থেরাপি বাতির ব্যবহার করেন। সূর্যের আলো ফিরে না আসা পর্যন্ত জীবনধারণের অঙ্গ হয়ে ওঠে সেগুলি।
তবে বছরের এই সময়টি জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানে আগ্রহী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। আকাশে গ্রহ-নক্ষত্র খোঁজার জন্য বাড়তে সময় পান তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -