Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Science News: সারমেয়দের চোখে রঙিন দুনিয়া কি সাদা-কালো? সিনেমা ও বাস্তব ঠিক কতটা আলাদা?
সারমেয়দের নিয়ে কম সিনেমা তৈরি হয়নি। কিন্তু যখনই তাঁদের চোখ দিয়ে পৃথিবীকে দেখানো হয়েছে, তখনই স্ক্রিনে ফুটে উঠেছে তিনটি মাত্র রং, সাদা, কালো এবং ধূসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই সারমেয়রা রং দেখতে পায় না, তাদের চোখে গোটা দুনিয়া সাদা-কালো বলেই ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। কিন্তু সত্যিই কি রং দেখতে পায় না সারমেয়রা?
এই প্রশ্নের জবাব রয়েছে বিজ্ঞানের কাছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সিনেমার পর্দায় সারমেয়দের চোখে দেখা দুনিয়াকে যেভাবে দেখানো হয়, তার সঙ্গে কিছুটা ফারাক রয়েছে বাস্তবের।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সারমেয়দের চোখে পৃথিবী মোটেই সাদা-কালো নয়। বরং তারা আসলে 'কালার ব্লাইন্ড'।
'কালার ব্লাইন্ড' হওয়ার অর্থ চোখে মাত্র দু'টি রং ধরা পড়ে। সাধারণত মানুষের চোখে এই ফোটো রিসেপ্টরের সংখ্যা হয় তিন।
কিছু মানুষও কালার ব্লাইন্ড হন। সেক্ষেত্রে তাঁদের দৃষ্টিশক্তিতে কিছু খামতি থাকে। অর্থাৎ চোখের তিনটি ফোটো রিসেপ্টরই সঠিক ভাবে কাজ করে না। মাত্র দু'টি শঙ্কু কাজ করে।
এই ধরনের কালার ব্লাইন্ডনেস-কে Dichromacy বলা হয়। সারমেয়দের ক্ষেত্রেও এই একই তত্ত্ব প্রযোজ্য।
তবে কালার ব্লাইন্ড হওয়ার অর্থ শুধুমাত্রা সাদা-কালো দুনিয়ে দেখা নয়। তাদের চোখের রিসেপ্টরে আলোর কিছু তরঙ্গদৈর্ঘ্যই ধরা পড়ে।
সারমেয়রা নীল এবং হলুদ, এই দু'টি রংই আলাদা ভাবে চিহ্নিত করতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দুইয়ের মিশ্রণও তাদের চোখে ধরা পড়ে।
তাই চোখের সামনে লাল গোলাপ দেখলে, তাদের চোখে সেটির রং হলদে বাদামি পাপড়ি ধরা পড়ে। সবুজ ঘাস তাদের চোখে শুকিয়ে যাওয়া ঘাস হিসেবে ধরা দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -