Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Asteroid 2024 GJ2: আচমকাই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেল গ্রহাণু, ফের কাছে আসবে ৭০ বছর পর
হঠাৎ করেই আবিষ্কার, আর হঠাৎ করেই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেল একটি গ্রহাণু। তবে মহাজাগতিক এই ঘটনার কোনও প্রভাব পড়েনি পৃথিবীর উপর। পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ৯ এপ্রিল গ্রহাণু 2024 GJ2-টিকে হঠাৎই আবিষ্কার করেন বিজ্ঞানীরা। আর ১১ এপ্রিল পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেল সেটি। পিক্সাবে
2024 GJ2 গ্রহাণুটির আয়তন একটি গাড়ির সমান। চলতি সপ্তাহেই সেটিকে আবিষ্কার করেন বিজ্ঞানীরা। পৃথিবীর গা ঘেঁষে সেটি এগোচ্ছে বলে জানানো হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
শেষ পর্যন্ত ১১ এপ্রিল, বৃহস্পতিবার সেটি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই দিন দুপুর ২টো বেজে ২৮ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে ছিল, মাত্র ১২ হাজার ২৯৮ কিলোমিটার দূরে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
পৃথিবী এবং চাঁদের মধ্যে যে দূরত্ব, বৃহস্পতিবার পৃথিবী থেকে 2024 GJ2 গ্রহাণুটির দূরত্ব ছিল তার ৩ শতাংশ। পৃথিবীর এত কাছ ঘেঁষে গ্রহাণুটি বেরিয়ে যাওয়ায় যদিও কোনও প্রভাব পড়েনি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
2024 GJ2 গ্রহাণুটির আয়তন ২.৫ থেকে ৫ মিটারের মধ্যে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, আকার এবং আয়তন অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে পুড়ে ছাই হয়ে যেত গ্রহাণুটি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
আবারও পৃথিবীর কাছাকাছি ফিরে আসবে 2024 GJ2 গ্রহাণুটি। তবে ২০৯৩ সালের আগে সেটির প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তবে এবারের মতো পৃথিবীর এত কাছ দিয়ে গ্রহাণুটি যাবে না বলে দাবি তাদের। পিক্সাবে
ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, এবারে পৃথিবী থেকে যত দূরত্ব ছিল গ্রহাণুটির, ২০৯৩ সালে তা আরও দশ গুণ বেশি হবে। ২০৯৩ সালে পৃথিবী থেকে ২ লক্ষ ৫ হাজার ৯৪৭ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাবে সেটি। পিক্সাবে
এযাবৎ পৃথিবীর কাছাকাছি অবস্থান, এমন ৩৫ হাজার গ্রহাণুকে চিহ্নিত করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. এর মধ্যে অল্প সংখ্যকই পৃথিবীর বুকে বিপদ ডেকে আনতে পারে। পিক্সাবে
সৌরজগতের কোথায়, কী ঘটছে, সেদিকে নজরদারি রয়েছে NASA-র। আগামী ১০০ বছর অন্তত পৃথিবীতে ১৪০ মিটার বা তার বেশি আয়তনের গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -