Nuclear Battery: আজীবন চার্জ দিতে হবে না ফোনে, ৫০ বছর আয়ু পরমাণুশক্তি সম্পন্ন এই ব্যাটারির

ফোন যত দামিই হোক না কেন, ব্যাটারির মেয়াদ কয়েক ঘণ্টাই। তাই সঙ্গে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হয়। সেই হয়রানির হাত থেকে মুক্তি দেওয়ার রাস্তা বের করে ফেলেছে চিন। ছবি: ফ্রিপিক, ফাইল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ধাতব মুদ্রার মতো ছোট পরমাণু ব্যাটারি তৈরি করেছে চিন, যার আয়ু প্রায় ৫০ বছর। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে সেটি। ছাড়পত্র পেলে বাজারে চলে আসবে। ছবি: ফাইল।

চিনের Betavolt সংস্থা ওই ব্যাটারি তৈরি করেছে। তাদের দাবি, পরমাণু শক্তির ক্ষুদ্রকরণ ঘটিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে, যা আকারে ধাতব মুদ্রার চেয়েও ছোট। ছবি: ফাইল।
শুধু মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্যই নয়, এ্যারোস্পেস প্রযুক্তি, যন্ত্রমেধা ও চিকিৎসার সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত প্রযুক্তিতে তৈরি সেন্সর, মাইক্রো রোবট এবং ছোট আকারের ড্রোনও এই ব্যাটারির সাহায্যে চালানো যাবে। ছবি: ফাইল।
Betavolt জানিয়েছে, এই আবিষ্কার দীর্ঘসময় ধরে শক্তির জোগান দেবে। তাদের এই আবিষ্কার যন্ত্রমেধার দুনিয়ায় চিনকে এগিয়ে দেবে বাকিদের থেকে। ছবি: ফ্রিপিক।
ওই সংস্থা জানিয়েছে, ক্ষয়িষ্ণু আইসোটোপ থেকে নির্গত শক্তিকে বিদ্যুতে পরিণত করে এই ব্যাটারি। বিংশ শতকে মহাকাশ অভিযানের ক্ষেত্রে প্রথম এই পদ্ধতির প্রয়োগ হয়। ছবি: ফ্রিপিক।
আমেরিকা এবং রাশিয়া প্রথম মহাকাশ অভিযানের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ করে। সাবমেরিন তৈরিতেও এর দ্বারস্থ হয় তারা। কিন্তু থার্মোনিউক্লিয়ার ব্যাটারি তৈরির খরচ যেমন বেশি ছিল, তেমনই ব্যাটারির ওজন ছিল অত্যন্ত বেশি। তাই মহাকাশযানে এই ব্যাটারি বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। ছবি: ফ্রিপিক।
সেই কাজে হাত দিয়ে সাফল্য পেয়েছে চিন। ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে চিন, তার আওতায় পরমাণু শক্তির ক্ষুদ্রকরণ ঘটিয়ে ব্যাটারি তৈরির কাজ শুরু হয়। আমেরিকা এবং ইউরোপও এ নিয়ে গবেষণা চালাচ্ছে। ছবি: ফ্রিপিক।
Betavolt জানিয়েছে, তাদের তৈরি ব্যাটারি ১০০ মাইক্রোওয়াট শক্তি সরবরাহ করতে পারে। ওই ব্যাটারির আয়তন ১৫x১৫x১৫। ২০২৫ সালের মধ্যে ১ ওয়াট শক্তি সরবরাহকারী ব্যাটারি তৈরির লক্ষ্যও রয়েছে তাদের। ছবি: ফ্রিপিক।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই ব্যাটারির ব্যবহারে আজীবন মোবাইল ফোনে চার্জ দিতে হবে না। ড্রোনও সারাজীবন উড়তে পারবে। এমন ভাবে তৈরি করা হয়েছে ব্যাটারিটি, বিস্ফোরণ বা অগ্নিসংযোগের সম্ভাবনাও নেই। -৬০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দিব্যি কাজ করবে এই ব্যাটারি। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -