Tree Health: জানান দেয় নিজে থেকেই, পাতা দেখেই চিনুন গাছের অসুখ
শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কি না, বোঝা যায় কিছু লক্ষণ দেখে। এই কথা খাটে গাছের ক্ষেত্রেও। গাছ নিজেই তার জানান দেয়। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষের মতো মনের কথা ভাষায় প্রকাশ করতে পারে না গাছেরা। কথোপকথনের মাধ্যম হিসেবে বেছে নেয় নিজের অঙ্গকেই। পাতার রং দেখে গাছের স্বাস্থ্যের অবস্থা বোঝা সম্ভব। ছবি: পিক্সাবে।
গাছের পাতার রং যদি উজ্জ্বল সবুজ হয়, বুঝতে হবে গাছটি সম্পূর্ণ সুস্থ।যত গাঢ় হবে পাতার রং, তার অর্থ ক্লোরোফিল জোর গতিতে সালোকসংশ্লেষ চালিয়ে যাচ্ছে। ফুল, ফল ধারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখছে গাছটি। ছবি: পিক্সাবে।
গাছের পাতা যদি হঠাৎ হলুদ বর্ণ ধারণ করে, তাহলে বুঝতে হবে স্বাস্থ্য ভাল নেই তার। পুষ্টির অভাব রয়েছে, নাইট্রোজেনের ঘাটতি রয়েছে। ছবি: পিক্সাবে।
গাছের পাতা যদি বাদামি হয়ে যায় বা শুকিয়ে যায় , বুঝতে হবে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছে গাছ। পর্যাপ্ত জলের অভাব হতে পারে, শরীরে বাসা বেঁধে থাকতে পারে রোগ, ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে শিকড়ও। ছবি: পিক্সাবে।
গাছের পাতা যদি লালচে বা বেগুনি বর্ণ ধারণ করে, তাহলে পরিবেশ গাছের ক্ষতি করছে বলে বোঝা যায়। হতে পারে তাপমাত্রা চরমে উঠেছে, অত্যধিক রোদ পাচ্ছে পাতা, মাটিতে pH-এর ভারসাম্য ঠিক না-ও থাকতে পারে। ছবি: পিক্সাবে।
পাতার উপর যদি দাগ দেখা দেয়, তা ফাঙ্গাল ইনফেকশন অথবা ব্যাকটিরিয়ার আক্রমণের বার্তা বহন করে। এক্ষেত্রে নিয়মিত নজরদারি প্রয়োজন। গাছের চিকিৎসা নিয়ে আরও সচেতন হতে হবে। ছবি: পিক্সাবে।
মানব শরীরে প্রতিটি অঙ্গের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনই শিকড়, ডাল-পালা, পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ গাছের জন্য। পরিবেশেরও অঙ্গ সেগুলি। ছবি: পিক্সাবে।
তাই গাছের রোগভোগ মানুষের জন্যও চিন্তার বিষয়। সময়ে সমস্যা বোঝা গেলে, সুস্থ করে তোলা যেতে পারে গাছকেও। কোথায় বিপদ, বোঝা যেতে পারে তা-ও। ছবি: পিক্সাবে।
তাই বাড়ির বাগানে হোক বা উদ্যান, গাছের পাতার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পরিবেশের নিজস্ব কথোপকথনের মাধ্যম রয়েছে। একটু সচেতন হলেই বোঝা সম্ভব। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -