Science News:পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসবে অক্সিজেনের ঘাটতির সময়? ইঙ্গিত গবেষণায়
পৃথিবী ও প্রাণ। এতটাই মিলেমিশে গিয়েছে যে আলাদা করে আমাদের অনেকেই হয়তো এ নিয়ে ভেবে দেখি না। তবে বিজ্ঞানীরা মনে করাচ্ছেন, প্রাণের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্তের অন্যতম, অক্সিজেনের মাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট মাত্রায় রয়েছে বলেই এককোষী থেকে বহুকোষী, এমনকি মানুষের অস্তিত্ব সম্ভবপর হয়েছে। তবে ছবিটা অতীতে এরকম ছিল না। আর গবেষণা বলছে, ভবিষ্যতেও বদলে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীর বায়ুমণ্ডলের ২১ শতাংশই অক্সিজেন। একাধিক প্রজাতি যে এই গ্রহে বেঁচে রয়েছে, তার অন্যতম প্রধান কারণ এটি। কিন্তু বহু যুগ আগে এমন ছিল না।
নির্দিষ্ট করে বললে, সাড়ে চারশো কোটি বছর আগেকার পৃথিবী আর আজকের পৃথিবী একেবারেই একরকম নয়। সে সময় কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্পের আধিক্য বেশি ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে।
গবেষকদের একাংশের ধারণা, ভবিষ্য়তেও আমাদের গ্রহের বায়ুমণ্ডল এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে অক্সিজেনের মাত্রা কমবে। বাড়বে অন্যান্য উপাদানের বাড়বে।
এই নিয়ে একটি গবেষণাপত্র বছরদুয়েক আগে 'নেচার' জার্নালে প্রকাশিত হয়। তবে গবেষণাপত্রটিতে জানানো হয়েছে, এখনই ভয়ের কারণ নেই। এই পরিস্থিতি আসতে এখনও কয়েকশো কোটি বছর বাকি।
কিন্তু যখন এমন হতে শুরু করবে, তখন বায়ুমণ্ডলের পরিবর্তন খুব দ্রুত হতে থাকবে। বলা হয়েছে ওই গবেষণাপত্রে। ঠিক কী হবে তখন?
জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী ক্রিস রাইনহার্ড বলেন, 'অক্সিজেনের মাত্রা চরম ভাবে কমে যাবে। ধরা যেতে পারে, এখন যা মাত্রা রয়েছে, তার থেকে কয়েক লক্ষ গুণ কমে যাবে।'
সোজা কথায়, আজ থেকে প্রায় ২৪০ কোটি বছর আগে এই পৃথিবী যে 'গ্রেট অক্সিডেশন ইভেন্ট'-র মধ্যে দিয়ে গিয়েছিল, তার আগের পর্যায়ে ফিরে যাবে গ্রহ। বছরদুয়েক আগেকার এই গবেষণাপত্রটি নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। কারণ, জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ ইতিমধ্যেই পৃথিবীর বাইরে মানুষের বসবাসের যোগ্য গ্রহের সন্ধান করতে শুরু করেছেন। সেক্ষেত্রে এই গবেষণা গুরুত্ব পাচ্ছেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -