How Many Oceans: জল নিয়ে বিবাদ আন্তর্জাতিক মহলে, আসলে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত?

Total Number of Oceans: বইয়ের পাতায় যা পড়েছেন, তার সঙ্গে হিসেব নিকেশে রয়েছে ফারাক। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/10
সৌরজগতের অন্যত্র বরফের সন্ধান মিলেছে। তবে জল একমাত্র পৃথিবীতেই রয়েছে। ভূপৃষ্ঠের ৭১ শতাংশই লবণাক্ত সাগর-মহাসাগরের জলে ঢাকা। পিক্সাবে
2/10
পাশাপাশি রয়েছে হ্রদ, নদী, পুকুর এবং সমুদ্রও। তবে পৃথিবীতে জলে পরিমাণ সবচেয়ে বেশি , হাসাগরেই। পৃথিবীতে আসলে কতগুলি মহাসাগর রয়েছে জানেন কি? পিক্সাবে
3/10
ছোটবেলায় বইয়ের পাতায় হোক বা বিভিন্ন মানচিত্রে, চারটি মহাসাগরের কথাই ঘুরেফিরে উঠে এসেছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং সুমেরু মহাসাগর। পিক্সাবে
4/10
তবে মহাসাগর হিসেবে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর যতটা গুরুত্ব পায়, সুমেরু মহাসাগর তার চেয়ে অনেকটাই পিছিয়ে। বরফে ঢাকা বলেও সুমেরু মহাসাগর নিয়ে তেমন আলোচনা হয় না। পিক্সাবে
5/10
পৃথিবীতে মহাসাগরের সঠিক সংখ্যা কত, তা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বলেও মত বিজ্ঞানীদের। International hydrographic Organisation (IHO) , বিজ্ঞানীদের বিভিন্ন সংগঠন এবং একাধিক দেশের সরকার পঞ্চম মহাসাগর হিসেবে আন্টার্কটি মহাসাগরকে স্বীকৃতি দেয়, যা দক্ষিণ মহাসাগর নামেও পরিচিত। পিক্সাবে
6/10
৬০ ডিগ্রি অক্ষাংশে আন্টার্কটিকাকে ঘিরে অবস্থান করছে এই আন্টার্কটিক মহাসাগর। এমনিতে মহাসাগরের সীমানা নির্ধারণে বিশ্বাসী না হলেও, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত স্রোত বা সার্কামপোলার কারেন্ট এবং বাতাস যে বৃত্ত তৈরি করেছে আন্টার্কটিকাকে ঘিরে, তা আন্টার্কটিক মহাসাগরকে বাকি সবকিছুর থেকে প্রাকৃতিক উপায়েই বিচ্ছিন্ন করে রেখেছে বলে মত বিজ্ঞানীদের। পিক্সাবে
7/10
আমেরিকা আন্টার্কটিককে মহাসাগরের স্বীকৃতি দিয়েছে। তারা International Hydrographic Organisation-এর সদস্যও। পিক্সাবে
8/10
২০২১ সালের জুন মাসে আমেরিকার স্বেচ্ছাসেবী এবং শিক্ষা সংগঠন National Geographic Society আন্টার্কটিকার জলভাগকে স্বীকৃতি দেয়, যা মানচিত্র তৈরির জন্য অত্যন্ত জরুরি। তবে আন্টার্কটিক মহাসাগরের সার্বিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি এখনও পর্যন্ত। পিক্সাবে
9/10
তবে পৃথক মহাসাগর ঘোষণা নিয়েই আপত্তি রয়েছে অনেকের। প্রত্যেক মহাসাগার অন্তত দু’টি বা তার বেশি মহাসাগরের সঙ্গে কোনও না কোনও ভাবে সংযুক্ত। পিক্সাবে
10/10
তাই আসলে পৃথিবীতে একটিই মহাসাগর বলে দাবি করেন অনেকে। তাঁদের মতে জায়গা বিশেষে শুধুমাত্র নাম আলাদা হয়েছে। আসলে একটি মহাসাগরই পৃথিবী জুড়ে বিরাজ করছে। পিক্সাবে
Sponsored Links by Taboola