Science News: জন্মলগ্ন থেকে তীব্র দড়ি টানাটানি, এখনও পর্যন্ত কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী?
৩৬৫ দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে বলে জানি আমরা সকলেই। সময়ের ফারাক থাকলেও, আরও সাতটি গ্রহও একই ভাবে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীপৃষ্ঠে দাঁড়িয়ে অনুভব করা যায় না যদিও, কিন্তু ঘণ্টায় ১০৭,৮০০ কিলোমিটার গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী। কোটি কোটি বছর ধরে এই রীতি চলছে।
সেক্ষেত্রে সবমিলিয়ে এখনও পর্যন্ত কত বার সূর্যের চারিদিকে চক্কর কেটেছে পৃথিবী, এই প্রশ্ন অমূলক নয় মোটেই। বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে উত্তরও রয়েছে হাতের কাছেই।
বিজ্ঞানীদের মতে, আমাদের সৌরজগতের বয়স ৪৬০ কোটি বছর। তীব্র বিস্ফোরণের পর মহাশূন্যে পড়ে থাকা ধুলোর মেঘ থেকে প্রথমে সূর্যের সৃষ্টি হয়। এর পর একে একে বৃহদাকার গ্রহগুলি জন্ম নেয়, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
৪৫০ কোটি বছর আগে জন্ম নেয় তুলনামূলক ছোট এবং পাথুরে গ্রহগুলি, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। ধীরে ধীরে বৃত্তের আকার ধারণ করে তারা।
কিন্তু জন্মলগ্নের সময় থেকে বর্তমান দিন পর্যন্ত গ্রহগুলির কক্ষপথে পরিবর্তন ঘটেছে একাধিক। বিশেষ করে বৃহদাকার গ্রহগুলির ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট।
বিজ্ঞানীদের দাবি, গোড়ার দিকে কক্ষপথগুলি একেবারেই স্থিতিশীল ছিল না। মাধ্যাকর্ষণ শক্তির নিরিখে বৃহদাকার গ্রহগুলির মধ্যে দড়ি টানাটানি চলত সারা ক্ষণ। এর ফলে গ্রহ হয়ে উঠতে চলা মহাজাগতিক বস্তুগুলি ছিটকে যায় সৌরজগৎ থেকে।
প্রায় ১০ কোটি বছর এই টানাপোড়েন অব্যাহত ছিল। তার পর গ্রহগুলি পরস্পরের থেকে স্থিতিশীল অবস্থানে পৌঁছয়। সুনির্দিষ্ট কক্ষপথ ধরে এগোতে থাকে। সেই থেকে এখনও পর্যন্ত তেমন কোনও গুরুতর পরিবর্তন চোখে পড়েনি গ্রহগুলির কক্ষপথে।
৩৬৫ দিন অর্থাৎ একবছরে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। এই হিসেব ধরে এগোলে, গত ৪৫০ কোটি বছরে ৪৫০ কোটি বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী।
তবে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এই হিসেব আলাদা। কারণ সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করায়, ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে বুধ, পৃথিবীর হিসেবে যা তিন মাসেরও কম। সেক্ষেত্রে এখনও পর্যন্ত সূর্যকে ১৮৭ কোটি বার প্রদক্ষিণ করেছে সে। নেপচুনের দূরত্ব যেহেতু সবচেয়ে বেশি, সূর্যকে প্রদক্ষিণ করতে ৬০, ১৯০ বছর সময় নেয় সে।অর্থাৎ এখনও পর্যন্ত ২৭ কোটি ৯০ লক্ষ বার বার সূর্যকে প্রদক্ষিণ করেছে সে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -