Sun Image Aditya L1: সূর্যেরও এমন রঙ হয়? আদিত্যর পাঠানো ছবিতে তাক লাগল সকলের
চন্দ্র অভিযানের পর সৌর অভিযানেও আরেক সাফল্য পেল সৌরযান আদিত্য এল-১। ISRO তাদের অফিসিয়াল পোস্টে জানিয়েছে, স্যুট পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের সম্পূর্ণ ছবি তুলতে সক্ষম হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশাপাশি সৌরশিখা- অতি বেগুনি রশ্মির তথ্য পাঠাল ভারতীয় এই সূর্যযান।
ভারতীয় গবেষণা সংস্থা এক বার্তায় জানিয়েছে, SUIT বিভিন্ন বৈজ্ঞানিক ফিল্টার ব্যবহার করেছে এই ছবি তোলার জন্যে। আর এই ফিল্টারকে ব্যবহার করে সূর্যের ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার ক্যামেরাবন্দি করা হয়েছে।
এই ছবিগুলি ১১ ভিন্ন ফিল্টার ব্যবহার করে তোলা হয়েছে। চন্দ্রযান-২ এর সফল অভিযানের পর সূর্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। আর সে টার্গেট নিয়ে গত মাসখানেক আগে Aditya L1 Mission লঞ্চ করে গবেষণা সংস্থা।
ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে লংরেঞ্জ পয়েন্ট 1 (L1) হ্যালো কক্ষপথে স্থাপন হওয়ার কথা রয়েছে ভারতীয় যানের। আর সেখান থেকেই সূর্যকে নিয়ে যাবতীয় পরীক্ষা চালাবে ভারতীয় গবেষকরা।
হ্যালো অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযানন (Aditya-L1) থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবে আদিত্য এল ১। গ্রহণের সময়েও সমস্যা হবে না।
আদিত্য-এল ১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োলান্ট ইমাজিং টেলিস্কোপ’ সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের (মধ্যবর্তী ব্যবধান) মাধ্যমে ছবিগুলো তৈরি করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -