Sun Image Aditya L1: সূর্যেরও এমন রঙ হয়? আদিত্যর পাঠানো ছবিতে তাক লাগল সকলের
Aditya-L1: চন্দ্রযান-২ এর সফল অভিযানের পর সূর্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো
বড় সাফল্য ইসরোর, সূর্যের ছবি তুলে দিল Aditya L1
1/7
চন্দ্র অভিযানের পর সৌর অভিযানেও আরেক সাফল্য পেল সৌরযান আদিত্য এল-১। ISRO তাদের অফিসিয়াল পোস্টে জানিয়েছে, স্যুট পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের সম্পূর্ণ ছবি তুলতে সক্ষম হয়েছে।
2/7
পাশাপাশি সৌরশিখা- অতি বেগুনি রশ্মির তথ্য পাঠাল ভারতীয় এই সূর্যযান।
3/7
ভারতীয় গবেষণা সংস্থা এক বার্তায় জানিয়েছে, SUIT বিভিন্ন বৈজ্ঞানিক ফিল্টার ব্যবহার করেছে এই ছবি তোলার জন্যে। আর এই ফিল্টারকে ব্যবহার করে সূর্যের ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার ক্যামেরাবন্দি করা হয়েছে।
4/7
এই ছবিগুলি ১১ ভিন্ন ফিল্টার ব্যবহার করে তোলা হয়েছে। চন্দ্রযান-২ এর সফল অভিযানের পর সূর্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। আর সে টার্গেট নিয়ে গত মাসখানেক আগে Aditya L1 Mission লঞ্চ করে গবেষণা সংস্থা।
5/7
ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে লংরেঞ্জ পয়েন্ট 1 (L1) হ্যালো কক্ষপথে স্থাপন হওয়ার কথা রয়েছে ভারতীয় যানের। আর সেখান থেকেই সূর্যকে নিয়ে যাবতীয় পরীক্ষা চালাবে ভারতীয় গবেষকরা।
6/7
হ্যালো অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযানন (Aditya-L1) থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবে আদিত্য এল ১। গ্রহণের সময়েও সমস্যা হবে না।
7/7
আদিত্য-এল ১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োলান্ট ইমাজিং টেলিস্কোপ’ সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের (মধ্যবর্তী ব্যবধান) মাধ্যমে ছবিগুলো তৈরি করেছে।
Published at : 09 Dec 2023 12:50 PM (IST)