Sombrero Galaxy: শরীর জুড়ে লাল-নীল-সবুজ রংয়ের খেলা, গর্ভে রয়েছে মানুষপিছু ১০০টি করে নক্ষত্র, এই ছায়াপথের অপরূপ সৌন্দর্য সামনে এল
মহাশূন্যের কোথায়, কী ঘটছে, একসময় তা শুধুমাত্র অনুমানই করা যেত। কিন্তু উন্নত প্রযুক্তির দৌলতে মহাশূন্যের অপরূপ সৌন্দর্যের হদিশ পেয়েছি আমরা। শক্তিশালী ক্যামেরা সেই সব মুহূর্তকে ফ্রেমবন্দি করে। আবারও সেই কাজ করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র হাবল টেলিস্কোপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেক্সিকোয় পরিহিত গোল টুপির মতো দেখতে সোমব্রেরো ছায়াপথের ছবি এবার সামনে আনল হাবল টেলিস্কোপ। পৃথিবী থেকে ২ কোটি ৮০ আলোকবর্ষ দূরে অবস্থিত সোমব্রেরো ছায়াপথের অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে তাতে।
সোশ্যাল মিডিয়ায় ওই ছবি সকলের সামনে তুলে ধরেছে NASA. তাতে নীল, সবুজ, কমলা এবং লাল, চার রংয়ের অবলোহিত আলোকরশ্মি ধরা পড়েছে।
NASA জানিয়েছে, আমাদের আকাশগঙ্গা ছায়াপথের তুলনায় সোমব্রেরো ছায়াপথ আয়তনে প্রায় অর্ধেক। তার কেন্দ্রের একটি কৃষ্ণগহ্বর রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের, যা সূর্যের চেয়ে আয়তনে ঢের বড়।
NASA জানিয়েছে, সোমব্রেরো ছায়াপথের ডান এবং বাম দিকের কিনারা বরাবর লাল রংয়ের আলোকরশ্মি চোখে পড়েছে। মাঝের অংশ হলদেটে সবুজ। কেন্দ্রস্থল বরাবর আলোকরশ্মির রং নীলাভ, যার ভিতরের অংশ আবার উজ্জ্বল সাদা।
এর আগেও, সোমব্র্রেোর ছায়াপথের ছবি সামনে এনেছিল NASA. সেবারও হাবল টেলিস্কোপই ছবি তুলেছিল। সোমব্রেরো ছায়াপথেও তীব্র বিস্ফোরণ ঘটে একসময়। তবে তা খুব বেশিদিন আগে নয়।
খালিচোখে সাধারণ চোখে পড়ে না সোমব্রেরো ছায়াপথ। টেলিস্কোপের সাহায্যেই তাকে দেখতে পাওয়া যায়। M104 নামে তাকে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। ১৭৮১ সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী এবং ধূমকেতু অনুসন্ধনকারী পিয়ের মিশেন সেটি আবিষ্কার করেন।
মহশূন্যে আবিষ্কৃত এযাবৎকালীন সমস্ত কৃষ্ণগহ্বরের মধ্যে, সোমব্রেরো ছায়াপথের কেন্দ্রস্থলে থাকা কৃষ্ণগহ্বরই বৃহত্তম। কোটি কোটি সূর্যের ভরকে একত্রিত করলে যে ভর হবে, সোমব্রেরোর ছায়াপথের কৃষ্ণগহ্বরের ভর ততটাই বলে মত বিজ্ঞানীদের।
সোমব্রেরো ছায়াপথের উজ্জলতার মাত্রা ৯.০। সাধারণ টেলিস্কোপ, এমনকি গ্রীষ্ম এবং বসন্তের রাতে, অন্ধকার আকাশে বাইনোকুলার দিয়েও দেখতে পাওয়া যায়। এর কেন্দ্রে প্রায় ২০০০ নক্ষত্রের সমষ্টি রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের, যা আকাশগঙ্গা ছায়াপথের তুলনায় ১০ গুণ।
স্পিৎজার এবং হাবল, সোমব্রেরো ছায়াপথের উপর অনুসন্ধান চালাতে দুই টেলিস্কোপই মূলত ব্যবহার করে NASA. পৃথিবীর জনসংখ্যা যদি ৭০০ কোটি ধরা হয়, তাহলে প্রত্যেক মানুষ পিছু সোমব্রেরো ছায়াপথের গর্ভে কমপক্ষে ১০ করে নক্ষত্র রয়েছে বলে মত বিজ্ঞানীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -