Shades of Moon: কখনও ধূসর, কখনও রক্তিম, কখনও আবার নীলাভ, চাঁদের রং আসলে অন্য
উন্নত প্রযুক্তি পৌঁছে গেলেও, চাঁদকে আজও সাদা-কালোই দেখতে লাগে আমাদের। এমনকি চাঁদের মাটিও ধূসর, কোনও রংয়ের মিশেল নেই বলেই ধরা পড়ে চোখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সত্যিই কি চাঁদ পুরোপুরি রংহীন? চাঁদের মাটিও বেরঙিন? বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান রয়েছে। আলো পড়ে তা থেকে নানা রং প্রতিফলিত হয়। কিন্তু দূর থেকে তা বোঝা যায় না।
কিন্তু ধূসর রংয়ের আধিক্যই কেন চোখে পড়ে চাঁদে, তার জবাব দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, চাঁদের মাটিতে মূলত ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সিলিকন, ফেল্ডস্পার এবং পাইরক্সিন থাকে।
এই সবক’টি খনিজের মধ্যে একটি ক্ষেত্রে মিল রয়েছে, তা হল, এই সবক’টি খনিজই ধুলোর আকারে রয়েছে চাঁদে,যার রং ধূসর। চাঁদের নিজস্ব আলোও নেই। সূর্যের আলোই প্রতিফলিত হয়ে পড়ে। তাই পৃথিবীপৃষ্ঠের মতো রংয়ের খেলা চোখে পড়ে না।
তবে এই ধূসর রংয়ের মধ্যেও বিভিন্নতা রয়েছে। তাই চন্দ্রপৃষ্ঠকে একেবারেই একঘেয়ে বলে ধরতে নারাজ বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, কম টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়নি চাঁদকে। অহরহ আছড়ে পড়েছে উল্কা। তার জন্যই এত গহ্বর, যেগুলির রং গাঢ়।
তবে চন্দ্রপৃষ্ঠ ধূসর দেখালেও, রাতের আকাশে রং বদলাতে দেখা যায় চাঁদকে। তার নেপথ্য কারণও খোলসা করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কোন জায়গা থেকে চাঁদকে দেখা হচ্ছে, তার উপরও রংয়ের পরিবর্তন নির্ভর করে। আবার সূর্যের অবস্থানও অনেক কিছু ঠিক করে দেয়।
রাতের আকাশে চাঁদকে যদি রক্তবর্ণ দেখায়, এর অর্থ হল, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাড়তি সূর্যকিরণ চাঁদের গায়ে ছিটকে পড়েছে।
চাঁদের রং নীলাভ দেখালে বুঝতে হবে, ধুলো এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে আমাদের বায়ুমণ্ডল। অর্থাৎ চাঁদ রং বদলায় না। আমাদের বায়ুমণ্ডলের ধূলিকণাই রাতের আকাশে চাঁদের রং ঠিক করে। দাবানল বা অগ্ন্যুৎপাতের পরও এমনটা ঘটে। চাঁদের রং যখন কমলা বা হলুদ বলে ধরা পড়ে চোখে, বুঝতে হবে, অনেকটা নীচুতে অবস্থান করছে চাঁদ। ধূলিকণা, গ্যাস, দূষণের উপাদান পার করে এসেছে আলো।
সূর্যের আলো কতটা হেলে চাঁদের উপর পড়ছে, তার উপরও রংয়ের খেলা নির্ভর করে। সূর্যের আলো যদি ঈষৎ বেঁকে চাঁদের উপর পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যেতে হয় তাকে। সেক্ষেত্রেও চাঁদের গায়ে লাল বা কমলা রংয়ের আভা দেখা যায়।
সোজাসুজি চাঁদের গায়ে সূর্যের আলো পড়লে, পৃথিবীর বায়ুমণ্ডল পেরোতে হয় না, নীলাভ তরঙ্গদৈর্ঘ্য সরাসরি পৌঁছে যায়, ফলে আরও উজ্জ্বল দেখায় চাঁদকে। ধবধবে সাদা বা নীলাভ আভা লক্ষ্য করা যায়।
তাহলে চাঁদের আসল রং কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০০৯ সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করছে Lunar Reconnaissance Orbiter Camera. হাই রেজলিউশনের ছবি তুলে আসছে সেটি। কাছ থেকেও চাঁদের প্রচুর ছবি তুলেছে। তাতে চাঁদের রং গাঢ় নীল এবং গাঢ় লালের সূক্ষ্ম মিশ্রণ হিসেবে ধরা পড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -