Science News: শীতের চেয়ে গরমে বেশি নেশা হয়, কেন জানেন?
Health Tips: কমবেশি সকলের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
নিয়মিত না হলেও, মাঝেমধ্যে মদ্যপানের অভ্যাস রয়েছে অনেকেরই। কেউ অল্প পান করেন, কেউ আবার বেশি।
2/10
কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে মদ্যপান করলে নেশা বেশি হয় বলে জানালেন বিজ্ঞানীরা। কেন এমন হয়, তার ব্য়াখ্যাও দিলেন।
3/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বেশি নেশা হয়। জাপানের Nagoya University-র গবেষকরা এই দাবি করেছেন।
4/10
ঋতুর বিশেষে মানুষের মদ্যপানের ক্ষমতা বৃদ্ধি পায় কি না, সেই নিয়ে চলছিল গবেষণা। আর তাতেই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
5/10
ইঁদুরের উপর এই পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, শীতকালে সুরা পেটে যাওয়ার অল্পক্ষণের মধ্যেই নেশা কেটে যায় তাদের। বরং গরমে অনেকক্ষণ নেশা থাকে। সেই কারণেই গরমে মদ্যপান থেকে বিষক্রিয়া হয়ে বেশি সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
6/10
শুধু ইঁদুর নয়, হনুমানের উপরও পরীক্ষা চালানো হয়েছে। একবছর ধরে গবেষণার পর প্রাপ্ত তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা।
7/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, একবছর ধরে একই ডায়েট দেওয়া হয় হনুমানদের। কিন্তু শীত ও বসন্তকালেই স্ত্রী বানরদের ক্ষুদ্রান্তের কার্যকারিতা সবচেয়ে বেশি ছিল।
8/10
বিজ্ঞানীদের মতে, শীতকালে খাবার প্রস্তুত করা যেহেতু সহজ হয় না, তাই কার্বহাইড্রেট থেকে শক্তি আহরণ করে শরীর।
9/10
পাশাপাশি, বিজ্ঞানীরা জানিয়েছেন, মদ্যপান করলে ডোপামিন এবং এনডরফিনের মতো হরমোনের নির্গমন ঘটে। ফলে মনে আনন্দ থাকে, ফুরফুরে বোধ করি আমরা। ফলে বেশি পান করে ফেলি।
10/10
গ্রীষ্মকালে শরীরে জলশূন্যতাও দেখা দেয়। তেষ্টা মেটাকে তাই বেশিমাত্রায় সুরাপান হয়ে যায়। ফলে নেশাও বেশি হয়।
Published at : 01 May 2025 06:24 PM (IST)