Odysseus on Moon: ইতিহাস গড়েও হল না প্রত্যাশাপূরণ, চাঁদের মাটিতে দেহ রাখতে চলেছে আমেরিকার চন্দ্রযান

Science News: প্রহর গোনা শুরু। ছবি: Intuitive Machines.

ছবি: NASA.

1/10
৫০ বছর পর ফের চাঁদের মাটি ছুঁলেও, আগের সাফল্য ধরে রাখতে পারল না আমেরিকা। চাঁদের মাটিতে কাত হয়ে পড়া তাদের চন্দ্রযানের আয়ু শেষ হতে চলেছে। ছবি: Intuitive Machines.
2/10
আমেরিকার বেসরকারি সংস্থা Intuitive Machines সম্প্রতি Odysseus বা Nova-C চন্দ্রযানের উৎক্ষেপণ করে।আমেরিকার সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধে ৬টা বেজে ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে Nova-C. অবতরণের কিছু মুহূর্ত আগেই সমস্যা দেখা দেয়। রেডিও সংযোগ স্থাপন করতে সময় লাগে বেশ কয়েক মিনিট। শেষ পর্যন্ত চাঁদের মাটি ছুঁতে সফল হয় Nova-C. ছবি: Intuitive Machines.
3/10
কিন্তু ষড়ভুজাকার চন্দ্রযানটি একদিকে হেলে চাঁদের মাটি স্পর্শ করেছে বলে জানান বেসরকার সংস্থা Intuitive Machines-এর CEO স্টিভ আলটেমাস। জানা যায়, চাঁদের মাটিতে অবতরণ করতে গিয়ে হোঁচট খায় Nova-C, তাতেই একদিকে হেলে পড়ে যায়। একটি পাথরের উপর কাত হয়ে পড়ে রয়েছে সেটি। ছবি: Intuitive Machines.
4/10
সেটিকে চাঁদের মাটিতে দাঁড় করানোর চেষ্টাও চলে। NASA-র Lunar Reconnaissance Orbiter তল্লাশি চালায়। কিন্তু কিছুতেই কিছু হয়নি। ছবি: Intuitive Machines.
5/10
সোমবার Intuitive Machines-এর তরফে জানানো হয়, তাদের সময় অনুযায়ী, মঙ্গলবার সকালেই শক্তি ফুরিয়ে যাবে Odysseus-এর। চাঁদে রাত কাটানোর উপযুক্ত নয় সেটি। তাই জেগে ওঠার সম্ভাবনাও নেই। অর্থাৎ আয়ু শেষ হচ্ছে Odysseus-এর। ছবি: Intuitive Machines.
6/10
ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX Falcon 9 রকেটে চাপিয়ে উৎক্ষেপণ হয় Nova-C চন্দ্রযানের, তাতে NASA-রও ছ’টি পেলোড ছিল। চাঁদের পরিবেশ সক্রান্ত তথ্য সংগ্রহ করার কথা ছিল NASA-র যন্ত্রপাতির। সেই সব তথ্যের উপর নির্ভর করে আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর কাজে হাত দিত NASA. ছবি: Intuitive Machines.
7/10
কিন্তু সেই লক্ষ্যপূরণের আগেই দেহত্যাগ করতে চলেছে Odysseus. তা সত্ত্বেও যদিও চাঁদের বুকে ইতিহাস গড়েছে সেটি। চাঁদের মাটি ছোঁয়া প্রথম বেসরকারি সংস্থার চন্দ্রযান সেটি। শুধু তাই নয়, তার হাত ধরেই পাঁচ দশক পর ফের চাঁদে প্রত্যাবর্তন ঘটল আমেরিকার। ছবি: Intuitive Machines.
8/10
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল Odysseus. Malapert গহ্বরের কাছে অবস্থান করছিল। চাঁদের দক্ষিণ মেরুতে, মাটির নিচে বরফের স্তর রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের। ছবি: Intuitive Machines.
9/10
সেই কারণেই চাঁদের দক্ষিণ মেরুকে ঘিরে একের পর এক অভিযান শুরু হয়েছে। গত বছর ভারতের চন্দ্রযান-৩ পালকের মতো চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে। একমাস আগে চাঁদের মাটি স্পর্শ করে জাপানের SLIM. ছবি: Intuitive Machines.
10/10
কিন্তু চাঁদের বুকে সোজা হয়ে অবতরণের পরিবর্তে, উল্টো হয়ে সেটি চাঁদের মাটি ছোঁয়, অর্থাৎ চাঁদের মাটি ছুঁয়ে ছিল তার নাক। যদিও চাঁদের বুকে রাত কাটাতে সফল হয়েছে সেটি। ছবি: Intuitive Machines.
Sponsored Links by Taboola