Imagination Power of Rats: মানুষের মতোই নিজস্ব ভাবনা-চিন্তা রয়েছে, ইঁদুরের কল্পনাশক্তিও প্রবল, বলছেন বিজ্ঞানীরা
কল্পনাশক্তিই অন্য প্রাণীদের থেকে এগিয়ে রাখে মানুষকে। কিন্তু গোটা প্রাণীজগতে, কল্পনাশক্তির অধিকারী শুধু মানুষই নয়, এবার দাবি করলেন বিজ্ঞানীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওয়ার্ড হিউজ মেডিক্যাল ইনস্টিটিউট জেনিলিয়া রিসার্চ সেন্টারের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাতে দেখা গিয়েছে, কিছু পশুও কল্পনাশক্তির অধিকারী। মস্তিষ্কের সেই অংশকে প্রয়োজন মতো সক্রিয় করে তোলে তারা।
হাওয়ার্ড হিউজ মেডিক্যাল ইনস্টিটিউট জেনিলিয়া রিসার্চ সেন্টারের তরফে গবেষণাপত্রটি প্রকাশ করেছেন চোংশি লাই। তিনি জানিয়েছেন, অতীত এবং ভবিষ্যতের নিরিখে এই কল্পনাশক্তিকে কাজে লাগায় কিছু পশু।
ইঁদুরের মধ্যে এই কল্পনাশক্তি প্রবল বলে দাবি করা হয়েছে ওই গবেষণায়। বলা হয়েছে, সাধারণত মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামের একটি জায়গা রয়েছে। সেখানে একটি মডেল তথা মানচিত্র রয়েছে, যেখানে পূর্ব অভিজ্ঞতা সঞ্চিত থাকে।
যখন কোনও নতুন পরিবেশে এসে পড়ি আমরা, বিশেষ ধরনের নিউরন সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্কে। ফলে আগের সেই অভিজ্ঞতা ফিরে আসে, তার নিরিখে কল্পনাশক্তি কাজ করতে শুরু করে।
ইঁদুরের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। বিষয়টি পরীক্ষা করে দেখতে প্রথমে ইঁদুরকে ট্রেডমিল বলে তোলা হয়। দৌড় শেষ করতে বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও। দৌড় শেষে ইঁদুরটির জন্য লোভনীয় খাবারও রাখা হয়।
প্রযুক্তির সাহায্যে ইঁদুরের মস্তিষ্কের তৎকালীন অবস্থা পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। এর পর ফের ইঁদুরটিকে ট্রেডমিল বলে তুললে দেখা যায়, তার মস্তিষ্কে বিশেষ ধরনের নিউরন সক্রিয় হয়ে উঠেছে। লোভনীয় খাবার পেতে আরও দ্রুত দৌড়চ্ছে সে।
প্রথম বারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই, ইঁদুরটি এক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, প্রথম বার নির্দিষ্ট সময়ে দৌড় শেষ করতেই খাবার মিলেছিল। পরের বার তাই দ্রুত লক্ষ্যে পৌঁছতে মরিয়া হয়ে ওঠে ইঁদুরটি। কল্পনাশক্তিকে কাজে লাগিয়েই ইঁদুরটি সক্রিয় হয়ে ওঠে।
শুধু কল্পনাশক্তির অধিকারীই নয়, ইঁদুর কল্পনাশক্তিকে নিয়ন্ত্রণও করতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্ককে তারা ভাবনা-চিন্তার কাজেও লাগায় বলে দাবি করা হয়েছে।
ওই গবেষণাপত্রের অন্য আর এক লেখক টিম হ্যারিস জানিয়েছেন, মানুষের মস্তিষ্কে স্মৃতি এবং কল্পনাশক্তির মধ্যে সংযোগ রক্ষা করে হিপোক্যাম্পাস, এমনটাই ভাবা হতো এতদিন। কিন্তু ইঁদুরও সেই ক্ষমতার অধিকারী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -