Growth of Teeth: অন্য প্রাণীর ক্ষেত্রে বার বার ঘটলেও, মানুষের দাঁত গজায় দু’বারই, জানুন নেপথ্য কারণ
চুল, নখ বড় হলে কেটে ফেলি আমরা। শরীরের অন্য কোনও অংশের ক্ষেত্রে যদিও এই রীতি প্রযোজ্য নয়। ইহকালে দাঁত শুধু মাত্র দু’বারই গজায়। এর নেপথ্যে কী কারণ জানেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মের সাধারণত ছ’মাস পর থেকে শিশুদের দাঁত গজাতে শুরু করে। প্রথমে সামনের দিকে, নীচের দু’টি দাঁত গজায়। বয়স তিন বছর হতে হতে সব দাঁত গজিয়ে যায়।
এর পর ছ’বছর বয়স হলে শিশুকালের দাঁত পড়ে যাওয়ার সূচনা ঘটে। একে একে পড়তে থাকে দাঁত। তার জায়গায় গড়ে ওঠে নতুন দাঁত। সেই দাঁতই সারাজীবনের সঙ্গী হয় আমাদের। কোনও কারণে দাঁত ভেঙে গেলে, নতুন করে আর গজায় না। একেবারে বার্ধক্য কালে ফের সব দাঁত পড়ে যায়। তার পর আর ওঠে না দাঁত।
দাঁত গজানোর নেপথ্যে থাকে Stem Cell (দন্ত কোষ)। এই দন্ত কোষ থাকে মাড়িতে। সময় মতো দন্ত কোষ নিজের চরিত্র বদল করতে পারে।
সব প্রাণীর মাড়িতেই এই দন্ত কোষ থাকে। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র কম বয়সেই এই দন্ত কোষগুলি কার্যকর থাকে। একবার দুধের দাঁত গজানোর কার্য সম্পাদন করে এই দন্ত কোষগুলি।
এর পর যখন দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়, দন্ত কোষই থাকে নেপথ্যে। কিন্তু এর পর বয়স যত বাড়তে থাকে, দন্ত কোষগুলি একে একে অকার্যকর হয়ে পড়ে, তাদের মৃত্যু ঘটে। ধীরে ধীরে মাড়ি থেকে অস্তিত্ব মুছে যায় তাদের।
এর নেপথ্যে বিবর্তনের তত্ত্বও কাজ করে। বিবর্তন তত্ত্ব অনুযায়ী, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিভাজন ঘটে আজ থেকে কোটি কোটি বছর আগে। জীবনধারণ, খ্যাদ্যাভ্যাস অনুযায়ী দাঁতের গঠনও পাল্টে যেতে থাকে।
তবে মানুষের ক্ষেত্রেও যদি দু’বারের বেশি দাঁত গজিয়ে উঠত, তাতেও সমস্যা হতো বলে মত বিজ্ঞানীদের। কারণ তাঁদের মতে, সেক্ষেত্রে উপরে এবং নীচে, দু’পাটি প্রতিবারই সমান্তরাল অবস্থানে এবং এক সারিতে থাকবে, তার কোনও গ্যারান্টি নেই।
তাই বিবর্তনের নিয়ম মেনেই, প্রয়োজন সাপেক্ষে মানুষের দু’বার দাঁত গজায় বলে মত বিশেষজ্ঞদের। তবে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সব কিছুই আজকাল সম্ভব হচ্ছে।
ইঁদুর, ছুঁচোর ক্ষেত্রে লেজার এবং ওষুধের সাহায্যে দু’বারের বেশি দাঁত গজিয়ে তোলার কাজে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষের উপর এখনও এই পরীক্ষা হয়নি। তবে আগামী দিনে সম্ভব হলেও হতে পারে।
যদিও প্রতি তিন মাস অন্তর দাঁত গজায় টিকটিকি জাতীয় প্রাণীর। জীবিত কালে ১৮০০ থেকে ৪০০০ দাঁত গজায় তাদের। কারণ তাদের মাড়িতে দন্ত কোষ সারাজীবন থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -