Dinosaur Eggs: পাঁঠাবলি থেকে ভোগ বিতরণ, বাদ ছিল না কিছু, ডায়নোসরের ডিমকে কুলদেবতা ভেবে পুজো, ভুল ভাঙল এতদিনে
বিশ্বাসে মিলায় বস্তু...প্রমাণ হয়ে গেল আবার। কুলদেবতা ভেবে বংশপরম্পরায় কুলদেবতাকে আগলে রেখেছিল গোটা পরিবার। সেই কুলদেবতা যে ডাইনোসরের ডিম হতে পারে, ভাবনাতেই আসেনি কারও। যা কল্পনাও করতে পারেননি, তা-ই ঘটে গেল। ছবি: ABP Live থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্যপ্রদেশের ধারের ঘটনা। সেখানকার পাদল্যা গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সি ভেস্তা মান্দালোই। বংশপরম্পরায় তাঁদের পরিবারে গোলাকার কয়েকটি পাথরকে কুলদেবতা হিসেবে পুজো করা হচ্ছিল। ছবি: ABP Live থেকে সংগৃহীত।
কুলদেবতাকে ‘কাকর ভৈরব’ হিসেবে উল্লেখ করতেন ভেস্তা এবং তাঁর পরিবারের লোকজন। বিশ্বাস ছিল, ভিটেমাটি, চাষের জমি আগলে রাখবেন কুলদেবতা। কোনও ক্ষতি হবে না তাঁদের। কাকর শব্দের অর্থও কৃষিজমি, ভৈরব বলতে ঈশ্বরকে বোঝানো হয়। প্রতীকী চিত্র।
কিন্তু লখনউয়ের বীরবল সাহনি ইনস্টিটিউট অফ পেলিওসায়েন্সেস সম্প্রতি ওই এলাকায় সমীক্ষা চালালে দেখা যায়, যে গোলাকার পাথরগুলিকে কুলদেবতারূপে পুজো করে আসছেন ভেস্তা এবং তাঁর পরিবার, সেগুলি আসলে ডায়নোসরের ডিম, কোটি কোটি বছর ধরে চাপা পড়ে থেকে পাথর হয়ে গিয়েছে। ছবি: পিক্সাবে।
বীরবল সাহনি ইনস্টিটিউটের ডিরেক্টর এমজি ঠক্কর খোদ ভেস্তার বাড়িতে গিয়েছিলেন। ওই এলাকায়, আশেপাশের জেলায় এমন পাথর পুজোর চল রয়েছে। সেগুলিও ডায়নোসরের জীবাশ্ম হতে পারে বলে অনুমান। ছবি: পিক্সাবে।
এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, ওই টাইটানোসোরাস প্রজাতির ডায়নোসরের ডিম ওই গুলি। এমন ডিম যতগুলি উদ্ধার হয়েছে, সেগুলিকে সংরক্ষণ করতে উদ্যোগী হয়েছে বীরবল সাহনি ইনস্টিটিউট। আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে, তৈরি হচ্ছে তার রূপরেখাও। ছবি: পিক্সাবে।
ডায়নোসরের ডিমকে এতদিন কুলদেবতারূপে পুজো করে আসছিলেন, তা বিশ্বাস করতে পারছেন না ভেস্তা এবং তাঁর পরিবার। ভেস্তা জানান, নিয়ম করে কুলদেবতার পুজো করতেন। নারকেল নিবেদন করতেন প্রসাদে। বর্ষাকালে চাগল বলিও দেওয়া হতো। ছবি: ট্যুইটার থেকে সংগৃহীত।
মধ্যপ্রদেশের ফরেস্ট অফিসার (DFO) এএস সোলাঙ্কি জানিয়েছেন, ২০১১ সালে ডায়নোসর পার্ক তৈরি হয়েছে সেখানে। প্রায়শই এই ধরনের জীবাশ্ম উদ্ধার হয়। দেবতা ভেবে পুজোও করেন অনেকে। ছবি: পিক্সাবে।
ধার জেলা থেকে এখনও পর্যন্ত ২৫০-এর বেশি এমন ডায়নোসোরের ডিম উদ্ধার হয়েছে। বহু যুগ পুরনো আরও নানা জীবাশ্মও পাওয়া গিয়েছে সেখান থেকে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এক সময় ডায়নোসরদের বিচরণ ছিল বলে মত বিজ্ঞানীদের। প্রতীকী চিত্র।
আজ থেকে প্রায় সাড়ে ১৭ কোটি বছর আগে পৃথিবীতে ডায়নোসরের অস্তিত্ব ছিলে বলে মত বিজ্ঞানীদের। সাড়ে ৬ কোটি বছর আগে তারা বিলুপ্ত হয়ে যায়। এর নেপথ্যে গ্রহাণু আছড়ে পড়াকে দায়ী করেন বিজ্ঞানীদের একাংশ। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -