Total Solar Eclipse: মহাকাশ থেকে তোলা কিছু, কিছু আবার পৃথিবী থেকে, দেখে নিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সেরা মুহূর্তগুলি
একটি করে দিন যত এগোচ্ছিল, ততই উৎসাহ বাড়ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে। অবশেষে ৮ এপ্রিল সেই দিন এসে উপস্থিত হল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল পৃথিবী। ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত থেকে দর্শন না মিললেও, আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি থেকে চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যেতে দেখা গিয়েছে সূর্যকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA ছাড়াও, সাধারণ মানুষজনও গ্রহণের সময়কার কিছু দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন, যা একঝলকে দেখে নিন। ছবি: NASA
সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত ধাপে ধাপে সূর্যগ্রহণের বিভিন্ন মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছে NASA. আমেরিকার ওয়াশিংটন ডিসির আকাশে এভাবেই ধাপে ধাপে গ্রহণের সূচনা এবং সমাপ্তি ঘটে। ছবি: NASA
সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ তুঙ্গে ছিল যদিও। তাই বলে রোজকার জীবনযাত্রায় ছেদ পড়েনি। বিমানযাত্রার সময় মাঝ আকাশ থেকে গ্রহণের ছবি ও ভিডিও তোলেন জনৈক যাত্রী, সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
আমেরিকার ওহায়োর ক্লিভল্যান্ডে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি তুলেছেন Gabe Wasylko. ছবি: Gabe Wasylko-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাকাশ গবেষণার কাজকর্ম নিয়ন্ত্রিত হয়। গ্রহণের সময় পৃথিবীতে যে অন্ধকার নেমে আসে, তা ক্যামেরায় বন্দি করা গিয়েছে সেখান থেকে। ছবি: আন্তর্জাতিক স্পেস স্টেশন।
চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেওয়ার ঠিক আগের মুহূর্তে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে NASA. তখনও সূর্যের নীচের কিছুটা অংশ দৃশ্যমান, যা আংটির উপর বসানো ঝকঝকে হিরের মতো দেখাচ্ছিল। ছবি: NASA
আমেরিকার ফ্লোরিডায় গ্রহণের এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে NASA, যাতে জলের উপর আলোকরেখা প্রতিফলিত হয়েছে। ছবি: NASA
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মাহেন্দ্রক্ষণে এই দৃশ্য ধরা পড়ে বলে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু জন এই ছবিটি পোস্ট করেছেন, যেখানে নীচ দিয়ে একটি বিমানকে উড়ে যেতে দেখা গিয়েছে। এবিপি আনন্দ এই ছবির সত্যতা যাচাই করেনি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।
পৃথিবীর উপর গ্রহণের ফলে যে অন্ধকার নেমে আসে, তা ক্যামেরাবন্দি করে ইউরোপিয়ান স্পেস এজেন্সিও। মহাকাশ থেকে তোলা হয় ছবিটি। ছবি: ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -