First Book Ever Written: অমরত্বের খোঁজে বেরনো রাজার কাহিনি, এই মহাকাব্যই পৃথিবীতে লেখা প্রথম বই
Books History: বিশ্বসাহিত্যে এই বইয়ের প্রভাব অনেকখানি। ছবি: ইয়েল ইউনিভার্সিটি প্রেস।
ছবি: ইয়েল ইউনিভার্সিটি প্রেস।
1/10
মানবসভ্যতার ইতিহাসে বইয়ের গুরুত্ব অপরিসীম। প্রাচীন সভ্যতা, ইতিহাস, বিজ্ঞান-সহ সব বিষয়েই সম্যক ধারণা জন্মায় বই থেকেই। ছবি: ফ্রিপিক।
2/10
স্মার্টফোনের যুগে যদিও বই পড়ার অভ্যাস প্রায় যেতে বসেছে।তবে পছন্দের লেখক হলে আজও পাতা উল্টেপাল্টে দেখি আমরা। কিন্তু পৃথিবীতে লেখা প্রথম বই কোনটি, সেটি কবে লেখা হয়েছিল জানেন? ছবি: ফ্রিপিক।
3/10
অক্ষর পরিচয়ের আগে পর্যন্ত গুহার দেওয়ালে ছবি এঁকে সমসাময়িক ঘটনাবলীর রেকর্ড রাখতেন প্রাচীন কালের মানুষ জন। অক্ষরজ্ঞানের পরও পাথরের গায়েই লিপিবদ্ধ হতো সমসাময়িক ইতিহাস। ছবি: ফ্রিপিক।
4/10
গাছের পাতা-ছাল, পশুর চামড়া শুকিয়ে তাতে লেখা ফুটিয়ে তোলার উদাহরণও রয়েছে। পরবর্তীতে পরবর্তীতে আবিষ্কার কাগজের। এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুযায়ী, পৃথিবীর প্রথম বইয়ের নাম ‘Epic of Gilgamesh (এপিক অফ গিলগামেশ),’ যা একটি মহাকাব্য। ছবি: ইয়েল ইউনিভার্সিটি প্রেস।
5/10
প্রাচীন সুমেরীয় সভ্যতার নিদর্শন থেকে বইটি পাওয়া যায়। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, যা বর্তমানে ইরাক নামে পরিচিত, সেখানেই বইটি লেখা হয় বলে মত ইতিহাসবিদদের। ছবি: ফ্রিপিক।
6/10
Archaic Cuneiform লিপিতে লেখা হয় বইটি, যা আসলে ছিল চিত্রলিপি। পরবর্তীতে অক্ষরের আবির্ভাব ঘটে। এক ঐতিহাসিক চরিত্রের জীবন পৌরাণিক কাহিনির আদলে তুলে ধরা হয় বইয়ে। ছবি: ফ্রিপিক।
7/10
বইয়ের মুখ্য চরিত্রের নাম গিলগামেশ, যিনি খ্রিস্টপূর্ব সুমেরীয় উরুক সাম্রাজ্যের শাসক ছিলেন। পরবর্তীতে ওই কাহিনির নানা সংস্করণও সামনে আসে। খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১২০০ সালের মধ্যে কাদামাটির পাতের উপর খোদাই করা কাহিনির পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি পাওয়া যায়। ছবি: ফ্রিপিক।
8/10
সাহিত্যক্ষেত্রে ‘এপিক অফ গিলগামেশ’ বইটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বই-ই পরবর্তীতে ‘ইলিয়ড’ এবং ‘ওডিসি’ লেখার অনুপ্রেরণা ছিল ওই বই। হিব্রু বাইবেল (ওল্ট টেস্টামেন্ট)-এর উপরও প্রভাব রয়েছে বইটির। ছবি: ইয়েল ইউনিভার্সিটি প্রেস।
9/10
বইটির মুখ্য দুই চরিত্র গিলগামেশ এবং এনকিদু। তাঁদের কাজকর্মে অসন্তুষ্ট হন ঈশ্বর। এনকিদুর মৃত্যু ঘটে এবং তার পর অমরত্বের সন্ধানে বেরোন গিলগামেশ। ছবি: ইয়েল ইউনিভার্সিটি প্রেস।
10/10
পশ্চিমি দুনিয়ায় প্রথম লেখা বই হিসেবে Dresden Codex-এর নাম উঠে আসে। সেটি ১৩ শতকে লেখা হয়েছিল বলে জানা যায়। ছবি: ফ্রিপিক।
Published at : 31 Mar 2024 09:13 AM (IST)