Science News: বছরভর হেঁশেলে আনাগোনা, শীত এলেই কেন গায়েব হয়ে যায় পিঁপড়ের দল?
চিনির একটা দানা, খাবারের একটা টুকরো দেখলেই হল। হেঁশেল থেকে ঠাকুরঘর, সর্বত্র বিচরণ তাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শীতকাল এলেই কোথায় যেন গায়েব হয় পিঁপড়ের দল? এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ।
শীত এলে বাইরের তাপমাত্রা যেমন কমতে থাকে, তেমনই পিঁপড়ের শরীর তাপমাত্রাও নামতে থাকে।
এর ফলে চলাফেরা করতে অসুবিধা হয় পিঁপড়ের। কোনও রকমে বুক ঘষে নড়াচড়া করতে পারে।
এমন পরিস্থিতিতে উষ্ণতা খোঁজে পিঁপড়েরা। তাই মাটির নীচে, পাথরের নীচে, গাছের ছালে আশ্রয় নেয় শীতে।
এই সময় জোটবদ্ধ হয়ে থাকে পিঁপড়ের দল। গর্তের মুখও বন্ধ করে দেয় ধুলোবালি দিয়ে।
ওই অবস্থায় শীত কেটে যাওয়ার অপেক্ষা করে পিঁপড়ের দল। তাপমাত্রার উন্নতি হলে ফের গর্ত থেকে বেরিয়ে আসে।
শীতের আগে শরতেই বেশি খেয়ে নেয় পিঁপড়েরা। সেই অবস্থাতেই কাটিয়ে দেয় শীত। শরীরে মজুত ফ্যাট, কার্বহাইড্রেট এবং প্রোটিনে ভর করেই চলে প্রাণবায়ু।
ধীরে ধীরে শীত কেটে গিয়ে বসন্ত আসে যখন, ফের কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দেয় পিঁপড়ের দল। খাবারের খোঁজে গর্ত থেকে বেরিয়ে আসে।
গর্ত থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার গর্তে ফিরে যায় পিঁপড়ের দল। বাকিদেরও জানায় কোথায় খাবার আছে। সেই সময়ই সারি দিয়ে পিঁপড়ের দলকে যেতে দেখি আমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -