Science News: বছরভর হেঁশেলে আনাগোনা, শীত এলেই কেন গায়েব হয়ে যায় পিঁপড়ের দল?

Insect Life: বছরভর নিত্য আনাগোনা তাদের। শুধু শীত এলেই গায়েব কেন? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
চিনির একটা দানা, খাবারের একটা টুকরো দেখলেই হল। হেঁশেল থেকে ঠাকুরঘর, সর্বত্র বিচরণ তাদের।
2/10
কিন্তু শীতকাল এলেই কোথায় যেন গায়েব হয় পিঁপড়ের দল? এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ।
3/10
শীত এলে বাইরের তাপমাত্রা যেমন কমতে থাকে, তেমনই পিঁপড়ের শরীর তাপমাত্রাও নামতে থাকে।
4/10
এর ফলে চলাফেরা করতে অসুবিধা হয় পিঁপড়ের। কোনও রকমে বুক ঘষে নড়াচড়া করতে পারে।
5/10
এমন পরিস্থিতিতে উষ্ণতা খোঁজে পিঁপড়েরা। তাই মাটির নীচে, পাথরের নীচে, গাছের ছালে আশ্রয় নেয় শীতে।
6/10
এই সময় জোটবদ্ধ হয়ে থাকে পিঁপড়ের দল। গর্তের মুখও বন্ধ করে দেয় ধুলোবালি দিয়ে।
7/10
ওই অবস্থায় শীত কেটে যাওয়ার অপেক্ষা করে পিঁপড়ের দল। তাপমাত্রার উন্নতি হলে ফের গর্ত থেকে বেরিয়ে আসে।
8/10
শীতের আগে শরতেই বেশি খেয়ে নেয় পিঁপড়েরা। সেই অবস্থাতেই কাটিয়ে দেয় শীত। শরীরে মজুত ফ্যাট, কার্বহাইড্রেট এবং প্রোটিনে ভর করেই চলে প্রাণবায়ু।
9/10
ধীরে ধীরে শীত কেটে গিয়ে বসন্ত আসে যখন, ফের কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দেয় পিঁপড়ের দল। খাবারের খোঁজে গর্ত থেকে বেরিয়ে আসে।
10/10
গর্ত থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার গর্তে ফিরে যায় পিঁপড়ের দল। বাকিদেরও জানায় কোথায় খাবার আছে। সেই সময়ই সারি দিয়ে পিঁপড়ের দলকে যেতে দেখি আমরা।
Sponsored Links by Taboola