Origin of Cancer: ক্যান্সার শুনলেই হাড় হিম হয়ে যায়, রোগের এমন নামকরণ কেন জানেন?
চিকিৎসা বিজ্ঞান বহুদূর এগিয়ে গেলেও, ক্যান্সারের নাম শুনলে আজও বুকটা ছ্যাঁত করে ওঠে। মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ভিন্ন ভিন্ন উপায় বের করা গেলেও, ক্যান্সারের বিরুদ্ধে এখনও জয়লাভ করেনি মানবজাতি। পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনসংখ্যার নিরিখে বর্তমানে ক্যান্সার আক্রান্তের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও, হাজার হাজার বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল ক্যান্সারের। কিন্তু মারণ রোগের নাম ক্যান্সার হল কী করে জানেন কি? পিক্সাবে
খ্রিস্টপূর্ব চার শতকেও ক্যান্সারের অস্তিত্ব ছিল বলে সেই যুগের লিপি থেকে জানা গিয়েছে। কৃষ্ণসাগরের উপকণ্ঠে হেরাক্লিয়া শহরের শাসক স্যাটাইরাসের শরীরে দানা বেঁধেছিল ক্যান্সার। পিক্সাবে
শরীরে যত ক্যান্সার ছড়াতে থাকে, যন্ত্রণায় কাতরাতে থাকেন স্যাটাইরাস। ঘুমাতে পারতেন না। এতই ছড়িয়ে গিয়েছিল ক্যান্সার, অস্ত্রোপচারও সম্ভব হয়নি, ওই মারাত্মক যন্ত্রণা উপশমের ওষুধও ছিল না সেই সময়। ফলে বাঁচানো যায়নি স্যাটাইরাসকে। পিক্সাবে
শুধু স্যাটাইরাসই নন, সেই সময় ক্যান্সার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন প্রায় সকলেই। খ্রিস্টপূর্ব চার শতকে লেখা লিপিতে মহিলাদের রোগ বলে স্তন ক্যান্সারের উল্লেখও পাওয়া যায়। কী করে ক্যান্সার দানা বাঁধে শরীরে, তার বিশদ বর্ণনাও রয়েছে। গ্রিসে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক মহিলা এবং গলার ক্যান্সারে এক ব্যক্তির মৃত্যুর উল্লেখ পাওয়া যায়। পিক্সাবে
ওই সময়ই ক্যান্সার শব্দটির উৎপত্তি। পাঁচ শতকের শেষ দিকে চিকিৎসকরা ক্যান্সারকে Karkinos ভলে উল্লেখ করতেন, যা আসলে গ্রিক শব্দ, যার অর্থ কাঁকড়া। ক্ষতিকর টিউমার বোঝাতে ওই শব্দের ব্যবহার হতো। পিক্সাবে
পরে লাতিন চিকিৎসকেরা ওই রোগকে ক্যান্সার বলে উল্লেখ করতে শুরু করেন, যার অর্থও কাঁকড়া। সেই থেকে ওই শব্দই রয়ে যায় চিকিৎসা বিজ্ঞানে। পিক্সাবে
কেন কাঁকড়ার নামে ক্যান্সারের নামকরণ হল, সেই নিয়েও রয়েছে অন্য তত্ত্ব। বলা হয়, কাঁকড়াকে আগ্রাসী প্রাণী হিসেবে দেখা হয়, ক্যান্সারের আগ্রাসী চরিত্রের সঙ্গে মিল রেখে। পিক্সাবে
কাঁকড়া কারও গায়ে উঠলে, সহজে ছাড়ানো যায় না। একই ভাবে ক্যান্সার শরীরে দানা বাঁধলে, নির্মূল করা কঠিন কাজ। আবার টিউমারের আকারের নিরিখেও এমন নাম বলেও ধারণা রয়েছে। পিক্সাবে
প্রাচীন কালে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিও ছিল ভিন্ন। একেবারে গোড়ায় ধরা পড়লে শসা, বাঁধাকপি এবং অন্যান্য গাছের নির্যাস থেকে ওষুধ তৈরি করা হতো। আর্সেনিকও প্রয়োগ করা হতো কিছু ক্ষেত্রে। পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -