Science News: নিজের শিশুকাল কেন মনে থাকে না আমাদের?
জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী শেষ দিন পর্যন্ত স্মৃতিতে গাঁথা থাকে আমাদের। প্রথম সবকিছু অন্তত মনে থেকে যায় চিরকাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু জন্ম থেকে শিশুকাল এবং পরবর্তীতে শৈশবের অনেক কিছু কেন মনে থাকে না আমাদের?
শিশুকালের কথা মনে না থাকাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় Infantile Amnesia or Childhood Amnesia. কিন্তু কেন মনে থাকে না শিশুকালের কথা? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে।
মানুষের স্মৃতি মূলত দুই ধরনের হয়, Semantic এবং Episodic। Semantic অর্থাৎ শব্দার্থিক স্মৃতি, Episodic অর্থাৎ প্রাসঙ্গিক স্মৃতি।
Semantic স্মৃতির ক্ষেত্রে আমাদের চারপাশের তথ্য, ঘটনা মনে থেকে যায়। Episodic-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কোন মানুষজন পাশে ছিলেন, কোথায় ছিলাম নিজে, সেসব মনে থাকে।
নিজের বাবা-মাকে চিনতে পারা থেকে মানুষের প্রতি যে বিনয় দেখানো, সৌজন্য, এসব মনে রাখে, যা Semantic স্মৃতি। কিন্তু বয়সের সঙ্গে Episodic স্মৃতি ঝাপসা হয়ে যায়।
বিজ্ঞান বলছে, ২ থেকে ৪ বছর বয়সের অপ্রাসঙ্গিক স্মৃতি ভুলে যাই আমরা। কারণ ওই বয়সের স্মৃতি মস্তিষ্কের যে অংশে জমা হয়, সেই Hippocampus তখনও পর্যন্ত পরিণত হয় না।
২ থেকে ৪ বছর বয়সে নতুন নতুন শব্দ শিখতে শুরু করে শিশুরা, পৃথিবীকে চিনতে শুরু করে। ফলে হাজারো তথ্য জমা করা মুশকিল হয়ে যায়।
সেই কারণে অপ্রাসঙ্গিক ঘটনা স্মৃতি মুছে গিয়ে জরুরি তথ্য় জমা করতে শুরু করে মস্তিষ্ক। সাম্প্রতিক একটি রিপোর্ট যদিও বলছে, বিস্মৃতি কাটিয়ে কিছু স্মৃতি ফিরেও আসতে পারে।
শিশুকালের ঘটনাবলী ভুলে যাওয়া নিয়ে আরও একটি তত্ত্ব রয়েছে, যা হল, মস্তিষ্কের কুঠুরিতে তথ্য় জমা থাকেই। কিন্তু আমরা সেই তথ্য বের করে আনতে শিখিনি এখনও পর্যন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -