World Environment Day 2023: পরিবেশ বাঁচানোর শরিক হবেন? ছোট কাজই ফেলবে বড় প্রভাব
ক্রমশ বদলে যাচ্ছে জলবায়ু। আর তার প্রভাব পড়ছে কৃষি থেকে শিল্প সর্বত্র। বাড়ছে দূষণও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদূষণ, জলবায়ু বদলের সঙ্গেই একটি শব্দবন্ধের কথা প্রায়শই শোনা যায়। কার্বন ফুটপ্রিন্ট। কী এই কার্বন ফুটপ্রিন্ট?
মানুষ তাঁর দৈনন্দিন জীবনের কাজে কতটা কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গত করছে বা করায় সাহায্য করছে, সেই মাপটাই কার্বন ফুটপ্রিন্ট।
পরিবেশ বদলের গতি রুখতে গেলে, দূষণ কমানোর চেষ্টা করলে সবার আগেই এই কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। কীভাবে?
বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে। প্রয়োজন না হলে ফ্যান ও লাইট বন্ধ রাখতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই কয়লা, প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি হয়।
যতটা সম্ভব কম বিদ্যুৎ খরচ করে এমন প্রযুক্তি ব্যবহার করা উচিত। যেমন LED লাইট, অন্য বৈদ্যুতিক আলোর তুলনায় কম বিদ্যুৎ খরচ করে
কাছাকাছি কোথাও গেলে হেঁটে যান অথবা সাইকেল ব্যবহার করুন। তাতে দূষণ কমবে। যতটা সম্ভব গণপরিবহন ব্যবহার করুন। যত বেশি এমন করা হবে, ততটাই জ্বালানি তেল বাঁচবে। প্রাকৃতিক সম্পদ যেমন রক্ষা পাবে, তেমনই কমবে কার্বন ফুটপ্রিন্টও।
যেখানে সেখানে বর্জ্য, বিশেষ করে জৈব বর্জ্য় ফেলা উচিত নয়। তা পচে মিথেন তৈরি হয়। নির্দিষ্ট জায়গায় জৈব বর্জ্য ফেললে তা প্রক্রিয়াকরণ করা সম্ভব। তাহলে তা কাজে লাগবে।
প্লাস্টিক বা প্লাস্টিকজাত সামগ্রীর ব্যবহার কমাতেই হবে। Reduce-Reuse-Recycle-Repurpose-এই পদ্ধতিতে লাগাম টানা যাবে দূষণে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -