Argentina vs Italy: জ্বলে উঠলেন মেসি, ইতালি বধ করে ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা
দেশের জার্সি গায়ে ফের আধিপত্য মেসি-র। Finalissima-য় ইতালিকে হেলায় হারাল আর্জেন্তিনা। মেসির দাপটে ৩-০ ব্যবধানে জয় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাওলো দিবালা মেডেল ও ট্রফি হাতে সেলিব্রেশন মুডে। ছবি তুললেন তিনি।
মেসি ছিলেন এই ম্যাচে অপ্রতিরোধ্য। ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ান ইতালি-বধের রাতে ফের একবার দেখা গেল মেসি-শো।
কোপা আমেরিকা জিতেছিলেন, এবার ফিনালিসিমা ট্রফিও চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। এবার লক্ষ্য বিশ্বকাপ।
সতীর্থদের সঙ্গে ট্রফি হাতে পোডিয়ামে মেসি। ৩-০ গোলে প্রতিপক্ষকে হারাল আর্জেন্তিনা।
ম্যাচের প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। গোল দুটি করেন- লওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
দ্বিতীয় অর্ধের শেষে পাওলো দিবালার একেবারে অতিরিক্ত মিনিটে গোল করেন।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে কোপা আমেরিকা জয় ছিনিয়ে নেওয়া। এরপর এবছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন। আসন্ন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারও আর্জেন্তিনা।
ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে আর্জেন্তিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। পুরো রাজপথ সমর্থকদের ভিড় দেখা গিয়েছিল।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই পারফরম্যান্স যদি কাতারে দেখাতে পারেন মেসি, তাহলে সাফল্যের মুখ দেখতে পারে দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -