Asia Cup 2022: বাবর, রোহিত তো আছেনই, আর কারা হতে পারেন এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক?
আইসিসির বিচারে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার বাবর আজম। তিনি এই তালিকায় না থাকলেই বরং তা বিস্ময়ের হত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবরের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না এবং তাঁর রানের খিদেও অপরিশীম। তিনিই সম্ভবত এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সবচেয়ে বড় দাবিদার।
বহুদিন পর চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফেরা কেএল রাহুল এখন ফর্মে নেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন তিনি।
তবে আইপিএল প্রমাণ দিয়েছে, ইনফর্ম রাহুল যে কোনও টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার হওয়ায় সেরা দাবিদারদের একজন। তাই এই তালিকায় তাঁকে রাখতেই হবে।
শ্রীলঙ্কার নবপ্রজন্মের উদীয়মান তারকা পাথুম নিসঙ্কা গত বিশ্বকাপে বেশ নজর কেড়েছিলেন।
সেই একই জায়াগায় আমিরশাহিতে খেলা হচ্ছে এ বারের এশিয়া কাপ। বড় বড় তারকাদের কুপোকাত করে আইসিসিক ক্রমতালিকায় নয় নম্বর টি-টোয়েন্টি ব্যাটার নিসঙ্কা সর্বোচ্চ রানসংগ্রাহক হতেই পারেন।
১৫০-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করা জাজাই যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন।
তাঁর ব্যাটিং দক্ষতার জন্যই বিশ্বের বিভিন্ন লিগে খেলার ডাক পান জাজাই। সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে কিন্তু তিনি অবশ্যই থাকবেন।
ব্যাট হাতে বেশ ভালই ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ভারতের এই এশিয়া কাপে ভাল করার জন্য অধিনায়কের ব্যাট চলাটা খুবই গুরুত্বপূর্ণ।
রোহিত সাধারণত সেট হয়ে গেলে বড় রানেরই ইনিংস খেলার জন্য প্রসিদ্ধ। তাই ইনফর্ম ভারতীয় অধিনায়ককে এই তালিকা থেকে কোনওভাবেই বাদ দেওয়া সম্ভব নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -