Asia Cup 2022: কীভাবে ম্যাচ হাতছাড়া হল ভারতের?
পাকিস্তানের পর শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুই ম্যাচে হার ভারতের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সেই সঙ্গে কার্যত পৌঁছে গেল ফাইনালে।
ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৩/৮। এক বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে দেয় শ্রীলঙ্কা।
ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল। ৩৪ রানে ৩ উইকেট নিলেন লেগস্পিনার।
শ্রীলঙ্কার দুই ওপেনার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাথুম নিশাঙ্কা করেন ৫২ রান। ৫৭ রান করেন কুশল মেন্ডিস।
ভারতীয় ব্যাটরদের মধ্যে ঝোড়ো ৭২ রান করেন রোহিত শর্মা। তবে তাঁর লড়াই ব্যর্থ হল।
সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল শ্রীলঙ্কা।
সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে শ্রীলঙ্কা। যারা এবারের এশিয়া কাপের আয়োজকও।
ভারতের সামনে ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানকে পরের দুটি ম্যাচই হারতে হবে।
আর শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে। - আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -