IND vs PAK: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি
এশিয়া কাপে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করে ভারতীয় দল। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় রোহিত বাহিনী। (সব ছবি সৌজন্যে ভারতীয় দলের ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ ওভারে ২ বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হার্দিক পাণ্ড্য। ধোনির ফতোই ফিনিশার হিসেবে নিজেকে প্রতি মুহূর্তে গড়ে তুলছেন তরুণ এই অলরাউন্ডার।
৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন হার্দিক। ম্যাচ জেতানোর পর ব্যাট উঁচু করে গোটা গ্যালারির সম্ভাষণ আদায় করে নেন তিনি।
এর আগে বল হাতেও কামাল দেখিয়েছিলেন হার্দিক। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
প্রথমে ব্যাট করে পাকিস্তান বোর্ডে ১৪৭ রান তুলে নিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
শেষ ওভারে ৭ রান দরকার ছিল। কিন্তু প্রথম বলেই উইকেট হারায় ভারত। এরপর দীনেশ কার্তিক সিঙ্গলস নিয়ে হার্দিককে স্ট্রাইক দিয়েছিলেন। সেখান থেকেই চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান গুজরাতের এই অলরাউন্ডার।
রবীন্দ্র জাডেজাও ব্যাট হাতে নিজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২টো বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে বল হাতে ভারতের হয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন ভুবনেশ্বর কুমার। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।
ব্যাট হাতে এই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৩৫ রানের ইনিংস খেলে আউট হলেও এদিন তাঁকে পুরনো ছন্দেই মনে হয়েছে।
ম্যাচ শেষে ফটোসেশনে ভারতের ব্যাটিং লাইন আপের ২ নায়ক। আগামী ৩১ অগাস্ট হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -