Asia Cup 2022: গ্রুপ থেকেই বিদায় বাংলাদেশের, এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা
এশিয়া কাপের (Asia Cup) আয়োজক দেশ তারা। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তাদের দেশেই। কিন্তু শ্রীলঙ্কার অশান্ত পরিস্থিতির জন্য টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় মরুদেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। পরপর দুই ম্যাচ হেরে খালি হাতে দেশে ফিরছেন শাকিব আল হাসানরা। আফগানিস্তানের পর গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা।
দুই দলের কাছেই ছিল মরণ-বাঁচন পরিস্থিতি। প্রথম ম্যাচে দুই দলই আফগানিস্তানের কাছে হেরেছে। এশিয়া কাপের সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মহম্মদ নবির আফগানিস্তান।
বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারা জিতবে, তারাই দ্বিতীয় দল হিসাবে পৌঁছে যাবে সুপার ফোরে। পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। এই ছিল পরিস্থিতি।
প্রথমে ব্যাট করে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তুলল বাংলাদেশ (Bangladesh vs SL)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলল ১৮৩/৭। ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে তুলতে হতো ১৮৪ রান।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরুতেই ঝড় তোলেন মেহেদি হাসান মিরাজ। তবে তৃতীয় ওভারে সাব্বির রহমানকে (৫ রান) হারায় বাংলাদেশ। এরপর ২২ বলে ২৪ রান করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ২৬ বলে ৩৮ রান করে আউট হন মিরাজ। শেষ দিকে চালিয়ে খেলে রান করেন আফিফ হোসেন (২২ বলে ৩৯ রান), মাহমুদুল্লাহ (২২ বলে ২৭ রান) ও মোসাদ্দেক হোসেন (৯ বলে ২৪ রানে অপরাজিত)। বাংলাদেশ শেষ ৫ ওভারে তোলে ৬০ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। পাথুম নিশাঙ্কা ১৯ বলে ২০ রান করেন। ৩৭ বলে ৬০ রান করেন কুশল মেন্ডিস।
তবে মাঝের ওভারে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। পরপর ফিরে যান চরিথ আসালঙ্কা (১ রান), দনুষ্কা গুণতিলকা (১১ রান), ভানুকা রাজাপক্ষে (২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২ রান)। দাসুন শানাকা ৩৩ বলে ৪৫ রান করে পাল্টা লড়াই করলেও, তিনিও ফিরে যান।
শেষ দিকে চামিকা করুণারত্নে (১০ বলে ১৬ রান) ও অসিথা ফার্নান্দো (৩ বলে অপরাজিত ১০ রান) শ্রীলঙ্কার জয়ের রাস্তা তৈরি করে দেন। বাংলাদেশকে ভুগিয়েছে বোলারদের ক্রমাগত ওয়াইড ও নো বল করে যাওয়াও। এমনকী, শ্রীলঙ্কার জয়ের রানও আসে নো বলে। ছবি - আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
- - - - - - - - - Advertisement - - - - - - - - -