IND vs PAK: বিরাট, রাহুলের সেঞ্চুরি, কুলদীপের পাঁচ শিকার, পাক বধে এশিয়া কাপ সুপার ফোরের অভিযান শুরু ভারতের
এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্তভাবে শুরু করল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার ছেলেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে জোড়া শতরান বিরাট কােহলি ও কে এল রাহুলের। ২ জনের পার্টনারশিপের ওপর ভর করে বোর্ডে সাড়ে তিনশোর বেশি রান তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।
আইপিএলের সময় চোট পেয়েছিলেন। ফিরে এলেন রাজকীয় ভাবে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফিরেই পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১১১ রানের ইনিংস খেললেন রাহুল।
সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলিও। নিজের ওয়ান ডে আন্তর্জাতিক কেরিয়ারের ৪৭ তম সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। সামনে শুধু সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে ৪৯ ওয়ান ডে শতরান।
ব্যাট হাতে ২ ভারতীয়র শতরানের পর বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপ যাদব। চায়নাম্য়ান একাই ৫ উইকেট তুলে নিলেন।
নিজের ৮ ওভারের স্পেলে মাত্র ২৫ রান খরচ করে তুলে নিলেন ৫ উইকেট। বিশ্বকাপের স্কোয়াডে কেন তাঁকে চাহালের আগে রাখা হয়েছে, তা বুঝিয়ে দিলেন কুলদীপ।
প্রথমে ব্য়াট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান বোর্ডে তুলেছিল। অর্ধশতরান হাঁকান শুভমন গিল ও রোহিত শর্মাও।
জবাবে ব্যাট করতে নেমে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। একটি করে উইকেট নেন হার্দিক, বুমরা ও শার্দুল।
এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হয়েছিল রবিবার। শেষ হল সোমবার। বৃষ্টির জন্য খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। প্রায় ৩২ ঘণ্টার ম্যাচ চলল।
আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। বিরাট বাহিনী এই ম্যাচ জিতলেই মোটামুটি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -