Football Transfers: অবামেয়াং থেকে ড্র্যাক্সলার, ট্রান্সফার উইন্ডোর শেষদিনে ১০টি বড় দলবদল
দলের একাধিক মিডফিল্ডার আহত। তাই জুভেন্তাস থেকে আর্থুর মেলোকে শেষদিনে লোনে সই করাল লিভারপুলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেলোর মতোই জুভেন্তাসের আরেক খেলোয়াড় ডেনিস জাকারিয়াও লোনে দল ছাড়েন। তিনি যোগ দিলেন চেলসিতে
মাস ছয়েক আগেই আর্সেনাল ছেড়ে বার্সালোনায় যোগ দিয়েছিলেন পিয়ের-এমরিক অবামেয়াং। আবারও লন্ডনে ফিরলেন তিনি। তবে এবার চেলসির হয়ে সই করলেন তারকা স্ট্রাইকার।
অবামেয়াং বার্সা থেকে চেলসিতে এলেন এবং ঠিক অপরদিকে গেলেন ফুলব্য়াক মার্কাস আলন্সো।
আলন্সোর মতোই লন্ডন থেকে কাতালুনিয়ার সফর করলেন আরেক তারকা হেক্টর বেলারিন। নিজের ছোটবেলার ক্লাব বার্সাতে ফিরলেন রাইটব্যাক।
নিউক্যাসেল থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে এক বছরের লোনে সই করলেন গোলকিপার মার্টিন ডুবরাভকা।
বেলারিন যোগ দেওয়ায় বার্সা ছাড়লেন আরেক রাইটব্যাক সার্জিনো ডেস্ট। তিনি এসি মিলানে যোগ দিলেন।
এক মরসুম বাদে আবার লন্ডনে ফিরলেন উইলিয়ান। এবার অবশ্য চেলসি বা আর্সেনাল নয়, ফুলহ্যামের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলার সাম্প্রতিক সময়ের বেশিরভাগটাই পিএসজির বেঞ্চে বসেই কাটিয়েছেন। তবে এবার ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে পর্তুগালের বেনফিকায় যোগ দিলেন ড্র্যাক্সলার।
ইতালির প্রতিভাবান তরুণ স্ট্রাইকার উইলফ্রেড নন্তোকেও প্রিমিয়ার লিগে দেখা যাবে। লিডস ইউনাইটেডের হয়ে সই করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -