Australian Open: নাদাল থেকে জকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেনে নজরে যে পাঁচ তারকা
রাফায়েল নাদাল আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিট হিসেবে মাঠে নামবেন। ২০০৯ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মূহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লামের তালিকায় শীর্ষে রয়েছেন নাদাল। তিনি মোট ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। মোট ১০৬৭ ম্যাচ জিতেছেন তিনি।
2022 সালে ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল ক্যাসপার রুডকে। তাঁর দিকেও নজর থাকবে।
২৪ বছরের নরওয়ের এই তরুণ টেনিস প্লেয়ারের ফোরহ্যান্ড খুব শক্তিশালী হয়। আসন্ন টুর্নামেন্টে তিনি চমক দেখাতেই পারেন।
তিউনেশিয়ার ওনস জাবেউর এই মুহূর্তে মহিলাদের টেনিসে আলোচিত ব্যক্তি।
এর আগে গত বছর ইউ এস ওপেন ও উইম্বলডনে ফাইনালে উঠেছিলেন জাবেউর। টানা তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিতে পারবেন তিনি?
অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা ২১ গ্র্যান্ডস্লামের মালিক।
করোনা টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি জোকারকে। এবার বাড়তি খিদে নিয়ে নামবেন জকোভিচ।
প্রথমে ফরাসি ওপেন ও পরে ইউ এস ওপেন। ইগা সোয়াতিক গত ৬ বছরের প্রথম মহিলা হিসেবে টানা ২টো গ্র্যান্ডস্লাম জিতেছেন।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে ওঠার পর সোয়েটেক আর পেছনে ফিরে তাকাতে রাজি নন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -