Bhuvneshwar Kumar: পাঁচে পাঁচ, বল হাতে সাড়া ফেললেন ভুবনেশ্বর, টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাবেন?
তিনি শেষবার লাল বলের ক্রিকেটে খেলেছেন ২০১৮ সালে। ৬ বছর আগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের জার্সিতে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টে ম্যাচের সেরাও হয়েছিলেন।
দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
আর ফিরেই বল হাতে ঘাতক হয়ে উঠলেন। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই নিলেন ৫ উইকেট।
দিনের শেষে বাংলার স্কোর ৯৫/৫। ৫টি উইকেটই ভুবির।
কানপুরের গ্রিন পার্কে ভুবনেশ্বরের যে বোলিং দেখে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরও। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বলে দিচ্ছেন, রোলস রয়েসের মতো লেগেছে ভুবিকে। পুরনো মুখ। কিন্তু তাকিয়ে থাকতে হয়। মন্ত্রমুগ্ধের মতো।
প্রথম দিনে উত্তর প্রদেশের প্রথম ইনিংস মাত্র ৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ২৮ ওভার ব্যাট করেছে বাংলা। তার মধ্যে ভুবনেশ্বরই করেছেন ১৩ ওভার।
বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। ১৩-৩-২৫-৫। অর্থাৎ, ১৩ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। বাংলার যে ৫ উইকেট নিয়েছেন ভুবি, সেখানে রয়েছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের মতো বড় নামও।
ডানহাতি মিডিয়াম পেসার শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ মাস আগে। নেপিয়ারে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএল। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য মরিয়া থাকবেন ৩৪ ছুঁই ছুঁই বোলার, বলার অপেক্ষা রাখে না। - পিটিআই ফাইল চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -